গেইলকে ছাড়িয়ে গেলেন পাওয়েল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৭ জুলাই ২০২৫

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে নিয়েছেন রোভম্যান পাওয়েল। কিংবদন্তি ক্রিস গেইলকে পেছনে ফেলে টি-টোয়েন্টি ফরম্যাটে মেরুন জার্সিধারীদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি।

আজ রোববার বাংলাদেশ সময় সকালে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ২২ বলে ২৮ রানের ইনিংস খেলেন পাওয়েল। এতেই গেইলকে ছাড়িয়ে ক্যারিবীয় ক্রিকেটে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

সিরিজের আগের তিন ম্যাচে পাওয়েলের স্কোর ছিল মাত্র ১, ১২ ও ৯। তবে এই ইনিংসে দুইটি চার ও দুইটি ছক্কায় নিজস্ব স্টাইলে পাওয়ার-হিটিংয়ের ঝলক দেখান তিনি।

৯৯ টি-টোয়েন্টি ম্যাচে পাওয়েলের রান এখন ১,৯২৫। আর ৭৯ টি-টোয়েন্টিতে গেইলের রান ছিল ১,৮৯৯। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ক্রিকেটে রান সংগ্রহের তালিকার শীর্ষে থাকা নিকোলাস পুরান ১০৬ ম্যাচে করেছেন ২,২৭৫ রান। পাওয়েল এখন তার চেয়ে প্রায় ৩০০ রান পিছিয়ে আছেন।

ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত মাইলফলক স্পর্শ করলেও এদিনও দলের হার এড়াতে পারেননি পাওয়াল। ২০৫ রানের পুঁজি করেও ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে হেরে যায় ৩ উইকেটে।

অস্ট্রেলিয়া শুরুতে চাপে পড়লেও গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ১৮ বলে ৪৭ রান করে ম্যাচ ঘুরিয়ে দেন। এরপর জস ইংলিস ৩০ বলে ৫১ ও ক্যামেরন গ্রিন ৩৫ বলে ৫৫ রানের এক অনবদ্য ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়ে ড্রেসিংরুমে ফেরেন।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।