জাওয়াদের ফিফটি, জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত শুরু যুবাদের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২৮ জুলাই ২০২৫

দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়ে জিম্বাবুয়ে চলমান ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ সোমবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের যুবারা মুখোমুখি হয়েছে স্বাগতিক জিম্বাবুয়ের। এই ম্যাচেও ভালো শুরু করেছে বাংলাদেশ।

হারারেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল। উদ্বোধনী জুটিতে ৭০ রান তোলেন ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। এরপর ১৪.৩ ওভারেই দলীয় স্কোর ১০০ পার করে ফেলেছে বাংলাদেশ।

আরও পড়ুন-

৩৫ বলে ৩১ রান করে রিফাত বেগ আউট হলেও ফিফটি করে ফেলেন জাওয়াদ। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

এই প্রতিবেদন লেখার সময় ১৫ ওভারের খেলা শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১০৪ রান। ৫৭ রানে (৪৪ বলে) অপরাজিত আছেন জাওয়াদ। তামিম খেলছেন ৫ রান নিয়ে।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।