কাঁধে মারাত্মক চোট, দল জেতাতে তবুও করবেন ব্যাটিং

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ এএম, ০৪ আগস্ট ২০২৫
কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়ছেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস

ওভালে ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টের প্রথম দিনেই কাঁধে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস। যে কারণে প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি। কিন্তু দ্বিতীয় ইনিংসে তার দল ইংল্যান্ড এমন স্থানে গিয়ে দাঁড়িয়েছে যে, দলের প্রয়োজনে ওকসকে মাঠে নামতেই হবে। না নামলে হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে সিরিজের সোনালী ট্রফিও।

দল জেতাতে নিজের শরীরকে ঝুঁকির মুখে ফেলতে প্রস্তুত ওকস। তবে সতীর্থরা আশা করছেন, তাকে মাঠে নামতে হবে না। তার আগেই নিশ্চিত হয়ে যাবে জয়, সঙ্গে সিরিজও।

আজ সোমবার পঞ্চম দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৩৫ রানের, আর ভারতের দরকার ৪ উইকেট। বোঝাই যাচ্ছে, ম্যাচটা এখন ইংল্যান্ডের হাতের মুঠোয়। এই ম্যাচ জিতলেই ভারতীয়দের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিততে পারবে স্বাগতিক ইংল্যান্ড।

কিন্তু ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। যদি ইংলিশদের ব্যাটিং ধস হয় তাহলে শেষ ব্যাটার হিসেবে নামতে হবে ওকসকে।

১১ নম্বরে ব্যাটিংয়ে নামার প্রস্তুতির অংশ হিসেবে গতকাল রোববার ইনডোর স্কুলে এক হাতে ব্যাটিং অনুশীলনও করেছেন ওকস। দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করে ইংল্যান্ড চালকের আসনে বসিয়ে দেওয়া জো রুট বলেন, ওকসের এই আগ্রহই দলের প্রতি তার দায়বদ্ধতা প্রমাণ করে।

রুট বলেন, ‘সে সম্পূর্ণভাবে প্রস্তুত, আমাদের সবার মতো। এই সিরিজটাই এমন, যেখানে খেলোয়াড়দের নিজেদের শরীরকে বাজি রাখতে হয়েছে। আশা করি, পরিস্থিতি সেদিকে গড়াবে না। তবে সে ইনডোরে কিছু থ্রোডাউন নিয়েছে এবং প্রয়োজন হলে প্রস্তুত… সে সত্যিই কিছু একটা করে দেখাতে চায়।’

ওকস ডান হাতে, নাকি চোটের কারণে পাকিস্তানের সেলিম মালিকের মতো বাম হাতে ব্যাট করবেন, তা এখনো নিশ্চিত নয়। রুট বলেন, আমি নিশ্চিত না। এখনো তার ব্যাটিং প্র্যাকটিস দেখিনি। সম্ভবত কাল সকালে থ্রোডাউন নিলে বোঝা যাবে।

ইংল্যান্ড এখনো ওকসের চোটের বিবরণ স্পষ্ট করে জানায়নি। ম্যাচের পর স্ক্যান করানো হবে। ধারণা করা হচ্ছে, এ গ্রীষ্মে আর খেলতে পারবেন না ওকস। ২১ নভেম্বর পার্থে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রথম টেস্টেও তার খেলা সন্দেহের মধ্যে রয়েছে।

রুট বলেন, ‘এই চোট তাকে অনেক ব্যথায় রেখেছে, এটা পরিষ্কার। তবে যেমনটা আমরা এই সিরিজে দেখেছি- রিশাভ পান্ত ভাঙা পায়ে ব্যাট করছে, খেলোয়াড়রা নানা রকমের আঘাত সহ্য করছে। এগুলোই প্রমাণ করে ক্রিকেটারদের মনোভাব। ওকসের এই আত্মত্যাগই তার চরিত্রের পরিচয় দেয়। আশা করি তাকে নামতে হবে না, তবে দরকার হলে সে প্রস্তুত আছে দলকে জেতাতে।’

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।