টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ৩০ আগস্ট ২০২৫

শুরু হলো বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি। মহাদেশীয় প্রতিযোগিতায় নামার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতিমূলক তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে আজ শনিবার মাঠে নেমেছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতেছে বাংলাদেশ। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস, ব্যাট করার আমন্ত্র্যণ জানিয়েছেন ডাচদের।

স্পোর্টিং উইকেট হিসেবে সিলেটের পিচের সুনাম রয়েছে। তবে লিটনের আগে বোলিং নেওয়ার কারণ হতে পারে, বাড়তি চ্যালেঞ্জ নেওয়া। যেন ব্যাটিংবান্ধব উইকেটেও বড় দলগুলোকে কীভাবে কম রানের মধ্যে আটকে রাখা যায়, এমনকি বড় টার্গেট পেলেও তা উতরে যাওয়ার মানসিকতা তৈরি হয়।

মূলত, এই সময়ে বাংলাদেশ দলের সিরিজ খেলার কথা ছিল ভারতীয় দলের বিপক্ষে। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনে ভারতীয় দল বাংলাদেশ সফরে আসবে না, অনেক আগেই জানিয়ে দেয়। এর মাঝে নির্ধারিত হলো এশিয়া কাপের সূচিও। কিন্তু একেবারে প্রস্তুতিছাড়া এশিয়া কাপ খেলতে গেলে কেমন করবে বাংলাদেশ?

বাংলাদেশ সব সময়ই এসব সঙ্কটে পাশে পায় জিম্বাবুয়েকে। ফ্রি থাকলে তাদেরকেই ডেকে আনা হয় কিংবা বাংলাদেশ দল গিয়ে তাদের মাঠ থেকে একটা সিরিজ খেলে আসে। এবার এই সময়ে জিম্বাবুয়েরও সূচি ফাঁকা নেই। তাদের নির্ধারিত সূচি রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে।

এ কারণে এশিয়া কাপের প্রস্তুতিমূলক সিরিজ খেলার জন্য ইউরোপের দেশ নেদারল্যান্ডসইকে ডেকে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।