দুর্নীতির অভিযোগে বরখাস্ত ভারতের ৪ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫

চলতি বছর সৈয়দ মুশতাক আলি ট্রফিতে অংশ নেওয়া ৪ খেলোয়াড়ের ওপর দুর্নীতির অভিযোগ বরখাস্ত করেছে আসাম ক্রিকেট (এসিএ) অ্যাসোসিয়েশন।

দুর্নীতির অভিযোগে বরখাস্ত হওয়া ৪ ক্রিকেটার হলেন – অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠি এবং অভিষেক ঠাকুরি।

এক সংবাদ বিজ্ঞপপ্তিতে জানানো হয়েছে, গত ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর লক্ষ্ণৌতে অনুষ্ঠিত সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অংশ নেওয়া আসামের কিছু খেলোয়াড়কে প্রভাবিত ও প্ররোচিত করার চেষ্টা চালায় এই ৪ ক্রিকেটার।

এ ঘটনায় গুয়াহাটির ক্রাইম ব্রাঞ্চে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলাকালীন সময়ে অভিযুক্ত খেলোয়াড়রা এসিএ’র জেলা ইউনিট এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোর আয়োজিত কোনো রাজ্য-স্তরের টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। তদন্তের চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত তাদের বরখাস্তের আদেশ কার্যকর থাকবে।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।