অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

নেপালকে ৮২ রানে গুটিয়ে সহজ জয় শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ওয়ানডেতে নেপালকে মাত্র ৮২ রানে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ২১১ বল হাতে রেখে জয় পায় লঙ্কানরা।

টস জিতে নেপালকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছিল শ্রীলঙ্কা। লঙ্কান ডানহাতি পেসার সেথমিকা সেনেভিরত্নের তোপে দাঁড়াতেই পারেননি নেপালের ব্যাটাররা। সর্বোচ্চ ১৮ রান করেন সিবরিন শ্রেষ্ঠ।

সেনেভিরত্নে ২৫ রানের বিনিময়ে একাই নেন ৫টি উইকেট।

জবাবে ১৫ ওভারের আগেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। বিরান চামুদিথা ১০ আর কিথমা ২ করে ফিরলেও দিমান্থা মহাভিতানার ৩৯ আর কাভিজা গামেজের অপরাজিত ২৪ রানে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন।

এমএমআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।