রোববার রাজশাহী শিবিরে যোগ দেবেন রায়ান বার্ল

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক , সিলেট থেকে
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০১ জানুয়ারি ২০২৬

জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার রায়ান বার্লকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আগামী রোববার বাংলাদেশে পৌঁছাবেন তিনি। জাগো নিউজকে বার্ল নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বিপিএলেও রাজশাহী ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন বার্ল। মালিক বদল হওয়ায় নাম বদলেছে, এবার খেলবেন নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে। তবে বার্ল থাকছেন রাজশাহীতেই।

বিপিএলে খেলার লম্বা অভিজ্ঞতা আছে বার্লের। তিনটি ভিন্ন দলের হয়ে ৩০ ম্যাচে করেছেন ৫৭১ রান। আর বল হাতে নিয়েছেন ১১ উইকেট।

এসকেডি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।