শক্তিশালী নারী দল গড়তে পারেনি মোহামেডান

মুনওয়ার আলম নির্ঝর
মুনওয়ার আলম নির্ঝর মুনওয়ার আলম নির্ঝর , স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: ১১:২১ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশ নারী প্রিমিয়ার ডিভিশন লিগে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের রয়েছে হ্যাট্রিক শিরোপা জয়সহ মোট ছয়টি ট্রফি। রানার্স আপও হয়েছে একবার। সেই মোহামেডান নারী দলের এবার খুবই নাজুক অবস্থা। দেশের বড় বড় নারী ক্রিকেটারদের হাতছাড়া করতে হয়েছে। ভরসা এখন শ্রীলঙ্কান নারী দলের অধিনায়ক। এমনটাই জাগো নিউজকে জানিয়েছেন মোহামেডান নারী দলের কোচ ইমতিয়াজ হোসেন পিলু।

আজ (রোববার) ছিল বাংলাদেশ নারী প্রিমিয়ার ডিভিশন লিগের দল বদল। দল বদলের জন্য নিজের খেলোয়াড়দের নিয়ে কোচ পিলু হাজির হয়েছিলেন বিসিবিতে। সে সময় দলের বর্তমান অবস্থা ও কর্ম পরিকল্পনা নিয়ে কথা বলেন জাগো নিউজের সঙ্গে।

নিজের দল সম্পর্কে বলতে গিয়ে এই পিলু বলেন, 'এবার আমাদের চ্যাম্পিয়ান ফাইট দেয়ার মত অবস্থা এখন পর্যন্ত নেই। বেশ কয়েকজন বড় বড় খেলোয়াড় চলে যাওয়াতে আমরা নাজুক অবস্থায় আছি।'

তারপরও ভাল কিছু করার ব্যাপারে আশাবাদী টানা আট বছর ধরে মোহামেডান নারী দলের দায়িত্ব থাকা এই অভিজ্ঞ কোচ। তিনি বলেন, 'ভাল ক্রিকেটাররা না থাকলেও, স্থানীয় খেলোয়াড়দের নিয়ে আমরা ব্যালেন্স দল গঠন করেছি। আশা করি ভাল ফলাফল পাবো।'

বিদেশে দুই ক্রিকেটারের সঙ্গেও কথা চলছে বলে জানান তিনি। তিনি বলেন, ' দুই শ্রীলঙ্কান খেলোয়াড়ের সঙ্গে কথা চলছে। এর মধ্যে একজন লঙ্কান অধিনায়ক ইনকা রানাভিরা।

তবে এই কোচ হতাশা প্রকাশ করেন জেলা পর্যায়ে মেয়েদের সেভাবে টুর্নামেন্ট না হওয়ার জন্যও। তিনি বলেন, 'জেলা পর্যায়ে মেয়েদের টুর্নামেন্ট না হওয়াতে আমাদের খেলোয়াড় বের হচ্ছে না। নিয়মিত খেলোয়াড় বের হলে আমাদেরও দল গোছাতে অনেক সুবিধা হত।'

লিগকে সামনে রেখে খুব দ্রুতই অনুশীলনে নামতে চায় দলটি। দল ভাল না হলেও, ভাল কিছু করতে চায় মতিঝিলের ক্লাবটি।

এমএএন/এমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।