লেগ স্পিনার বিপ্লবের প্রথম শিকার

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশ ক্রিকেট দলে একজন লেগ স্পিনারের চরম অভাব। সেই জোবায়ের হোসেন লিখন এসেছিলেন একবার। কিন্তু দলে থিতু হওয়ার আগেই হারিয়ে গিয়েছিলেন তিনি। অথচ, এরই ফাঁকে আফগানিস্তানের মত দলও বিশ্বসেরা লেগ স্পিনারের জন্ম দিয়ে ফেলেছে। একের পর এক লেগ স্পিনার দিয়ে প্রতিপক্ষকে বধ করে যাচ্ছে।

এবার বাংলাদেশও পেয়ে গেলো একজন লেগ স্পিনার। আমিনুল ইসলাম বিপ্লব। এইচপি দলে ছিলেন। মূলতঃ তিনিও টপ অর্ডার ব্যাটসম্যান। কিন্তু লেগ স্পিনে হাত ঘুরাতে পারেন ভালো। এ কারণে জাতীয় দলে নির্বাচকরা তাকে নিয়ে নিলেন লেগ স্পিন কোটায়।

দলে এসেই একাদশে সুযোগ পেয়ে গেলেন বাংলাদেশের সবেধন নিলমনি এই লেগ স্পিনার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইনিংসের সপ্তম ওভারেই আমিনুল ইসলাম বিপ্লবকে বোলিংয়ে নিয়ে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। এসে প্রথম ওভারের তৃতীয় বলেই উইকেট তুলে নিলেন তিনি।

তার করা লেগ ব্রেক বলের সামনে লং অফে খেলতে গিয়েই ব্যাকের উপরের কানায় লাগান মুতোম্বোদজি। একেবারে বাউন্ডারি লাইনের ওপর ক্যাচ ধরেন নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে আবারো উইকেট। এবার তার শিকার জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

ওভারের চতুর্থ বলটি একেবারে মিডল স্ট্যাম্পে রাখেন বিপ্লব। হালকা সুইং করে ভেতরে ঢুকে যায় বল। মাসাকাদজা ব্যাট লাগাতে পারেননি। বল গিয়ে আঘাত করে প্যাডে। আবেদন করতেই আঙ্গুল তুলে দেন আম্পায়ার। ২৫ বলে ২৫ রান করা মাসাকাদজা ফিরে যান তাতে।

টানা চার ওভার বল করে যান বিপ্লব। ৪ ওভারে মাত্র ১৮ রান দেন তিনি। উইকেট তুলে নিলেন ২টি। অভিষেকটা বলা যায় মোটামুটি স্মরণীয়ই করে রাখলেন বাংলাদেশের এই একমাত্র লেগ স্পিনার।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।