মুমিনুলের আইডল শচিন, অনুপ্রেরণা সাকিব

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩ পিএম, ২৩ মে ২০২০

 

তিনি জাতীয় দলে আসার আগে থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসান। ততদিনে দখল করে নিয়েছেন অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান। স্বাভাবিকভাবেই বিকেএসপির জুনিয়রদের জন্য বড় এক অনুপ্রেরণার নাম সাকিব।

ব্যতিক্রম নন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। তিনি খেলোয়াড়ি জীবন শুরুর আগে থেকেই বিকেএসপিতে দেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বেড়ে ওঠা, কীভাবে নিজেকে তৈরি করেন সাকিব।

এসব দেখে মুমিনুল নিজেও অনুপ্রাণিত হয়েছেন খেলোয়াড় হিসেবে ভালো কিছু করার ব্যাপারে। তবে আনুষ্ঠানিকভাবে খেলা শুরুর আগেই তিনি আইডল মেনেছেন ভারতের ক্রিকেট ঈশ্বর শচিন টেন্ডুলকারকে।

শুক্রবার রাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জির সঙ্গে ফেসবুক লাইভে মুমিনুল বলেছেন, ‘সাকিব ভাইকে ছোটবেলা থেকেই বিকেএসপিতে দেখেছি। তবে উনাকে কখনও আইডল হিসেবে মানিনি যে উনার মতো ক্রিকেটার হবো। এরকম আমার ছিল না।’

‘সত্যি কথা বলতে আমি ক্রিকেট খেলা শুরু করেছিলাম শচিন টেন্ডুলকারকে দেখে। ছোটবেলায় যখন শচিন টেন্ডুলকারের ব্যাটিং দেখি তখন ক্রিকেটের প্রতি একটা আগ্রহ আসে। ওইখান থেকেই খেলাটা শুরু করা।’

তবে সাকিব যে সবসময়ই তার অনুপ্রেরণার উৎস ছিলেন, সেটিও মনে করিয়ে দেন মুমিনুল। তার ভাষ্য, ‘তখন আমি সাকিব ভাইকে দেখতাম বিকেএসপিতে উনি আসতেন, অনুশীলন করতেন- সেট অনুপ্রেরণা হিসেবে কাজে লাগত। তিনি কিভাবে অনুশীলন করে, কিভাবে কাজ করেন, কত কাজ করেন, স্যারের সঙ্গে সারাদিন কাজ করেন, ওগুলো দেখেই অনুপ্রাণিত হতাম। তবে উনাকে কখনও ফলো করতাম না। উনার ওই অনুপ্রেরণাগুলো কাজে লাগত।’

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।