ঈদের দিন সকালে দেশে ফিরলেন তামিম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০১ আগস্ট ২০২০

পেটের ব্যথার চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে এসেছেন তামিম ইকবাল। আজ (শনিবার) ঈদের দিন সকালে রাজধানীতে পা রেখেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক।

শনিবার সকাল ৮ টা ৫৫ মিনিটে অ্যামিরেটসের ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তামিম। প্রায় মাসখানেক ধরে পেটের ব্যথায় ভোগার পর গত ২৫ জুলাই (শনিবার) সকালে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন দেশের এক নম্বর ওপেনার।

তার এক ঘনিষ্ঠ সুত্র নিশ্চিত করেছে, লন্ডনে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন তামিম। পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্ট হাতে পেতে আরও ৫-৬ দিন সময় লাগবে। তাই তামিম ঐ সময় আর লন্ডনে না থেকে দেশে ফিরে এসেছেন।

জানা গেছে, চিকিৎসকের মতামত নিয়েই তামিম দেশে ফিরেছেন। এখন রিপোর্ট পাওয়ার পর চিকিৎসক জানাবেন আসলে কী হয়েছে? সেই অনুযায়ী চিকিৎসা চলবে। যদি তার আবার লন্ডন যাওয়ার দরকার পড়ে তাহলে যাবেন। না হয় দেশে থেকেই লন্ডনের চিকিৎসকের প্রেসক্রিপশন মেনে চিকিৎসা চালাবেন।

এআরবি/এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।