বাংলাদেশের সাবেক কোচকে আরও ২ বছর রাখছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক হেড কোচ শেন জার্গেনসের সঙ্গে চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়িয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেসি)। ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ড দলের বোলিং কোচ হিসেবে রয়েছেন জার্গেনসেন। চুক্তির মেয়াদ শেষ হতো চলতি বছরেই।

তবে মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে দুই বছরের জন্য তাকে রাখার সিদ্ধান্ত নিয়েছে এনজেসি। অর্থাৎ ২০২২ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি। যার ফলে নিজ দেশের বোর্ডের সঙ্গে তার কাজের বয়স হবে ৯ বছর। এর আগে ২০০৮ থেকে ২০১০ পর্যন্তও কিউইদের বোলিং কোচ ছিলেন তিনি।

নতুন মেয়াদে চুক্তি সাক্ষর করে জার্গেনসেন বলেছেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আমার কোচিং যাত্রা চলমান রাখতে পারা অনেক বড় সম্মানের। আমি আমার কাজ ভালোবাসি এবং গত পাঁচ বছর ধরে এই খেলোয়াড়দের গ্রুপটার সঙ্গে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি।’

তিনি আরও যোগ করেন, ‘দল হিসেবে আমাদের দুর্দান্ত সব অভিজ্ঞতা হয়েছে। হেড কোচ গ্যারি স্টিড ও অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি। আসন্ন গ্রীষ্মে অনেক খেলা রয়েছে আমাদের। বিশ্বমানের বোলিং ইউনিটের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত।’

উল্লেখ্য, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত তিন বছর বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং প্যানেলে ছিলেন জার্গেনসেন। ২০১১ সালের অক্টোবরে পেস বোলিং কোচ হিসেবে তাকে দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পরের বছর অক্টোবরে পদত্যাগ করেন তৎকালীন হেড কোচ স্টুয়ার্ট ল। ফলে জার্গেনসেনকে অন্তবর্তীকালীন হেড কোচের দায়িত্ব দেয় বিসিবি। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে স্থায়ীভাবে তাকে হেড কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০১৪ সালের এপ্রিলে স্টুয়ার্ট ল’য়ের মতোই পদত্যাগ করেন জার্গেনসেন।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।