করোনার পেটে পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৬ এএম, ২৬ জুলাই ২০২১

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের একজন নন প্লেয়িং সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের চলতি ওয়ানডে সিরিজটি পিছিয়েছে দুইদিন। আর এর ধাক্কা গিয়ে লাগল এরপর হতে যাওয়া পাকিস্তান সিরিজে।

মঙ্গলবার থেকে শুরুর কথা ছিল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু সেটি সম্ভব হচ্ছে না, কারণ সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলবে ক্যারিবীয়রা।

তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচ কমিয়ে ফেলার। নতুন সূচি মোতাবেক, বাতিল করা হয়েছে প্রথম টি-টোয়েন্টি এবং বুধবার থেকে শুরু হবে চার ম্যাচের সিরিজটি।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রিকি স্কেরিট এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, ‘পিসিবির সঙ্গে মিলে সম্ভাব্য নানান সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দুই বোর্ডই প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বাতিল করতে রাজি হয়েছে। সফরের বাকি ম্যাচ আগের সূচিতেই হবে।’

পাকিস্তানের ক্যারিবীয় সফরের নতুন সূচি

প্রথম টি-টোয়েন্টি : ২৮ জুলাই, ব্রিজটাউন
দ্বিতীয় টি-টোয়েন্টি : ৩১ জুলাই, ব্রিজটাউন
তৃতীয় টি-টোয়েন্টি : ১ আগস্ট, প্রভিডেন্স
চতুর্থ টি-টোয়েন্টি : ৩ আগস্ট, প্রভিডেন্স

প্রথম টেস্ট : ১২ আগস্ট, কিংস্টন
দ্বিতীয় টেস্ট : ২০ আগস্ট, কিংস্টন

এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।