প্রস্তুতি ম্যাচের হার নিয়ে চিন্তিত নন নান্নু
বিশ্বকাপের মূল পর্বের লড়াই শুরুর আগে এখন চলছে আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব। মঙ্গলবার রাতে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। তবে প্রস্তুতি ম্যাচের ফলাফল নিয়ে খুব একটা চিন্তিত নন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বুধবার দুপুরে জাগো নিউজের বিশ্বকাপ পোর্টাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচে এমন হতেই পারে। এখানে অনেক কিছু দেখা হয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং নিয়ে সবাইকে পর্যবেক্ষণ করা হয় যে কীভাবে সবাই তৈরি হচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা খুব ভালো সুযোগ পেয়েছি, ব্যাক টু ব্যাক ম্যাচ পেয়েছি। সাধারণত এত ম্যাচ কিন্ত পাওয়া যায় না প্রস্তুতি হিসেবে। তো নিজেদেরকে পুরোপুরি প্রস্তুত করার জন্য ভালো একটা সুযোগ এসেছে এবং ১৫ তারিখের মধ্যে ইনশাআল্লাহ আমরা ভালো একটা শেপে আসবো।’
বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ আগামী ১৭ অক্টোবর। তবে বিশেষ প্রস্তুতির জন্য দুই সপ্তাহ হাতে রেখেই ওমান চলে গেছে বাংলাদেশ। এখন আনুষ্ঠানিক দুই প্রস্তুতির ম্যাচের জন্য আবুধাবি গিয়েছে টাইগাররা। এ দুই ম্যাচ শেষে শুক্রবার ফের ওমানে চলে যাবে তারা।
টাইগারদের প্রস্তুতি সম্পর্কে নান্নু বলেছেন, ‘টি-টোয়েন্টি প্রিপারেশনের জন্য ওমানে আমরা আগেই গিয়েছি এবং ভালোই প্রস্তুতি হচ্ছে। এরই মধ্যে দুটো ম্যাচ খেলে ফেলেছি, আরেকটি ম্যাচ আছে। আমরা যথেষ্ট আত্মবিশ্বাস আছে যে, ১৫ তারিখের দল ভালো একটা শেপের মধ্যে আসবে।’
তিনি আরও বলেন, ‘প্র্যাকটিস ম্যাচগুলো ভিন্ন উইকেটে খেলা হচ্ছে। ওমানে এক ধরনের উইকেটে খেলেছে, আবুধাবিতে আরেক ধরনের উইকেট। যেহেতু বিশ্বকাপের খেলা এই সমস্ত ভেন্যুতে আছে, সে হিসেবে আমি মনে করি যে ১৫ তারিখের মধ্যে টিম খুব ভালো একটা শেপে চলে আসবে এবং ১৭ তারিখ থেকে আমাদের মিশনটা ভালোভাবে শুরু করতে পারবো।’
এসএএস/জেআইএম