ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হাফ সেঞ্চুরি সাকিবের

পাকিস্তানি বোলারদের সামনে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা যেন ব্যাটিংই ভুলে গেছে। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসে নিশ্চিত পরাজয়ের সম্ভাবনা তৈরি করে দিয়েছিল তারা।
সেখান থেকে মিডল অর্ডার ঘুরে দাঁড়ানোর ফলে বাংলাদেশ এখন ইনিংস পরাজয় এড়ানোর স্বপ্ন দেখছে। যদিও যে কোনো সময় প্রতিরোধ ভেঙে পড়তে পারে।
এরই মধ্যে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অনবদ্য এক হাফ সেঞ্চুরি উপহার দিলেন সাকিব আল হাসান। ক্যারিয়ারে ২৬তম হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। একই সঙ্গে পাকিস্তানকে আরও একবার ব্যাট করতে নামানোর দিকেই এগিয়ে যাচ্ছেন সাকিব এবং মিরাজ।
ক্যারিয়ারে এটা ছিল সাকিবের ২৬তম টেস্ট হাফ সেঞ্চুরি। যদিও শেষ পর্যন্ত ৬৩ রান করে আউট হয়ে যান সাকিব আল হাসান। তিনি আউট হতেই বাংলাদেশ দলের পরাজয় ত্বরান্বিত হয়ে যায়।
আইএইচএস