প্রথম জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৩৭ রান

যুব বিশ্বকাপের শুরুটা একদমই মনঃপুত হয়নি বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটে হেরেছে তারা। টুর্নামেন্টের সুপার লিগে খেলার আশা বাঁচিয়ে রাখতে আজ (বৃহস্পতিবার) কানাডার বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের যুবাদের সামনে।
সেই মিশনে অর্ধেক কাজ ভালোভাবেই সেরে রাখলেন বোলাররা। টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৩৬ রানের বেশি করতে পারেনি কানাডা। প্রথম ম্যাচ জিততে বাংলাদেশকে করতে হবে ১৩৭ রান। বাংলাদেশের পক্ষে বল হাতে আলো ছড়িয়েছেন এসএম মেহেরব হাসান ও রিপন মন্ডল।
সেইন্ট কিটসের বাসেত্তেরে স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম পাওয়ার প্লে'টা নির্বিঘ্নেই কাটিয়ে দিয়েছিলেন কানাডার দুই ওপেনার জাশ শাহ ও অনুপ চিমা। প্রথম দশ ওভার থেকে আসে ৩৪ রান। তবে পাওয়ার প্লে শেষ হতেই সাজঘরে ফেরেন ২৭ বলে ৮ রান করা জাশ।
সতীর্থ ওপেনারকে হারালেও একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন অনুপ। কিন্তু অপরপ্রান্তে তাকে কেউই তেমন সঙ্গ দিতে পারেননি। তিনে নামা ইয়াসির মাহমুদ ১, অধিনায়ক মিহির প্যাটেল ১১, মোহিত প্রসার ১২, গুরনেক জোহাল সিং ১, এথান গিবসন করেন ২ রান।
অন্য ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে একাই লড়ে যান অনুপ। ইনিংসের ৪১তম ওভারে সাজঘরে ফেরার আগে সাত চারের মারে ১১৭ বলে ৬১ রান করেন এ ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার। এরপর আর বেশি দূর যেতে পারেনি কানাডা। তাদের ইনিংস থেমে যায় ১৩৬ রানে।
বাংলাদেশের পক্ষে বল হাতে ১০ ওভারে এক মেইডেনসহ ৩৭ রান খরচায় ৪ উইকেট নেন মেহরব। ডানহাতি পেসার রিপন মন্ডল ২৪ রানে সমান ৪টি উইকেট। বাকি ২ উইকেট যায় আশিকুর জামানের ঝুলিতে।
এসএএস/ইএ