ভারত-জুজুতে ১১১ রানেই অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪০ পিএম, ২৯ জানুয়ারি ২০২২

বড়রা হোক কিংবা ছোটরা, বাংলাদেশের সামনে ভারত মানেই বিশাল এক জুজু। ২০২০ যুব বিশ্বকাপে সেই জুজু কাটিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

কিন্তু এরপর এশিয়া কাপে এই ভারতের কাছেই নাকাল হতে হয়েছে। সর্বশেষ চার দেখার তিনটিতেই ভারত হারিয়েছে যুবা টাইগারদের।

এবার সেমির স্বপ্ন নিয়ে খেলতে নেমে আরও একবার ভারত-জুজুতে কাটা পড়ার পথে বাংলাদেশ। অ্যান্টিগায় যুব বিশ্বকাপের সুপার লিগ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ৩৭.১ ওভারে মাত্র ১১১ রানে গুটিয়ে গেছে রাকিবুল হাসানের দল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৪ রানে ৩টি আর ৩৭ রান তুলতে ইনিংসের অর্ধেক উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

প্রথম ৭ ব্যাটারের মধ্যে মাত্র একজন (আইচ মোল্লা ১৭) ছুঁতে পেরেছেন দুই অংকের কোটা। বাকিরা ছিলেন কেবল আসা-যাওয়ার মধ্যে।

মাহফিজুল ইসলাম (২), ইফতিখার হোসেন (১), প্রান্তিক নওরোজ নাবিল (৭), আরিফুল ইসলাম (৯), মোহাম্মদ ফাহিমের (০) পর অধিনায়ক রাকিবুলও (৭) দলের হাল ধরতে পারেননি।

৫৬ রানে ৭ উইকেট হারিয়ে চরম লজ্জার মুখে পড়তে যাচ্ছিল চ্যাম্পিয়ন যুবারা। সেখান থেকে দলকে কোনোমতে একটা জায়গা পর্যন্ত নিয়ে গেছেন লোয়ার অর্ডারের এসএম মেহরব আর আশিকুর জামান। মেহরব ৪৮ বলে ৬ বাউন্ডারিতে ৩০ আর আশিকুর ২৯ বলে করেন ১৬ রান।

ভারতীয় যুব দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রবি কুমার। ১৪ রান দিয়ে তিনি নেন ৩টি উইকেট। ২ উইকেট শিকার ভিকি ওস্তালের।

এমএমআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।