বিশ্বকাপের ফাইনাল: টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১০ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাটা তাহলে এবার ভারতের হাতে উঠতে যাচ্ছে? বাংলাদেশের কাছে গত আসরের ফাইনালে হেরে যাওয়া ভারতই তাহলে এবার শিরোপা জিততে যাচ্ছে! কারণ, আজ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে বেশ সুবিধাজনক অবস্থানেই আছে ইংলিশরা।

অ্যান্টিগার নথ সাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড। কিন্তু ব্যাট করতে নেমে দারুণ বিপর্যয়ে পড়েছে ইংলিশরা। ভারতীয় বোলারদের সামনে একের পর এক উইকেট হারাতে শুরু করেছে তারা।

এ প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের স্কোর ৭ উইকেট হারিয়ে ১০৮ রান। ৯১ রান তুলতেই সপ্তম উইকেট হারিয়ে ফেলেছে ইংলিশরা। একা লড়াই করে যাচ্ছেন জেমস। ৭৬ বল মোকাবেলা করে ৪৮ রানে অপরাজিত রয়েছেন তিনি। তার সঙ্গে ৫ রান নিয়ে ব্যাট করছেন জেমস সালেস।

ওপেনার জর্জ থমাস ২০ বলে ২৭ রান করে আউট হয়ে যান। জ্যাকব বেথেল ২ রান করে আউট হয়ে যান। অধিনায়ক টম প্রেস্ট কোনো রানই করতে পারেনি। উইলিয়ামস লক্সটন ৪ রানে আউট হন। জর্জ বেল আউট হন শূন্য রানে। রেহান আহমেদ আউট হন ১০ রান করে। অ্যালেক্স হর্টন ১০ রান করে আউট হন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।