আফ্রিদির কাছ থেকে ‘ব্রেইন’ নিতে চান রশিদ খান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২

তর্কাতীতভাবে কুড়ি ওভারের ক্রিকেটে এখন বিশ্বের সেরা বোলার আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। নিজের ক্যারিয়ার ও খেলোয়াড় হিসেবে বড় হয়ে ওঠার পথে অনুপ্রেরণা হিসেবে কাদের সামনে রেখেছেন সে বিষয়ে মুখ খুলেছেন এ তারকা স্পিনার।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে রশিদ জানিয়েছেন, ভারতের লেগস্পিনার অনিল কুম্বলে ও পাকিস্তানের লেগস্পিনার শহিদ আফ্রিদিকে অনুপ্রেরণা মেনেছেন তিনি। এমনকি এখনও সময় পেলে এ দুজনের হাইলাইটস দেখেন রশিদ।

তিনি বলেছেন, ‘যখনই সময় পেয়েছি অনিল কুম্বলে ও শহিদ আফ্রিদির খেলা দেখতে আমি ভালোবেসেছি। এখনও ইউটিউবে তাদের ভিডিও দেখি। এবার আমি এখনও তার (আফ্রিদি) সঙ্গে দেখা করতে পারিনি। কারণ তিনি করোনা পজিটিভ ছিলেন।’

রশিদ নিজে বর্তমান বিশ্বের এক নম্বর বোলার হলেও, আফ্রিদির কাছ থেকে শেখার তুমুল আগ্রহ তার। পাকিস্তানি তারকার সঙ্গে আলাদা নেট সেশনের মাধ্যমে তার ব্রেইন তথা মস্তিষ্কের চিন্তাভাবনা শিখতে চান রশিদ। এ বছরই এটি হবে বলে আশাবাদী তিনি।

রশিদের ভাষ্য, ‘একটি ট্রেইনিং সেশনে তার সঙ্গে কাজ করতে চাই আমি। বিশেষ করে তার ব্রেইন নিতে চাই আমি এবং টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে কথা বলতে চাই। তার সঙ্গে আমার তেমনভাবে কাজ করা হয়নি। আশা করি এ বছরই এটি হবে।’

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।