সকাল থেকে বমি, গুরুত্বপূর্ণ ম্যাচে নেই জ্যাকস

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২

এলিমিনেটরের গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রাহককে ছাড়াই খেলতে নামলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সকাল থেকে বদহজমের কারণে বমি হতে থাকায় এলিমিনেটর ম্যাচে উইল জ্যাকসকে নিতে পারেনি চট্টগ্রাম।

প্লে-অফ পর্বের আগে আসরের প্রথম রাউন্ডের দশ ম্যাচ খেলে ৪ ফিফটিতে ৩৯৮ রান করেছেন জ্যাকস। সবশেষ ম্যাচে তার ৫৭ বলে ৯২ রানের অপরাজিত ইনিংসের সুবাদেই প্লে-অফ নিশ্চিত হয়েছে চট্টগ্রামের। কিন্তু প্লে-অফের প্রথম ম্যাচটিই খেলা হচ্ছে না তার।

চট্টগ্রামের ম্যানেজার ফাহিম মুন্তাসির সুমিত জাগো নিউজকে বলেছেন, ‘(উইল) জ্যাকসের ফুড পয়েজনিং হয়েছে। সকাল থেকেই তার টানা বমি হচ্ছে। তাই তার পক্ষে আজকের ম্যাচটি খেলা সম্ভব হচ্ছে না।’

জ্যাকসের জায়গায় ক্যারিবীয় ওপেনার কেনার লুইসকে দলে নিয়েছে চট্টগ্রাম। বিপিএলের প্লে-অফ পর্বের প্রথম ম্যাচ তথা এলিমিনেটরে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।

এই ম্যাচের পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। আর জয়ী দলকে অপেক্ষা করতে হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার জন্য। সেটি জিতলে মিলবে ফাইনালের টিকিট।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), আকবর আলী (উইকেটরক্ষক), জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, কেনার লুইস, বেনি হাওয়েল, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।

খুলনা টাইগার্স একাদশ: আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেটরক্ষক), ইয়াসির আলি রাব্বি, ফরহাদ রেজা, শেখ মেহেদি হাসান, থিসারা পেরেরা, সিকান্দার রাজা, নাবিল সামাদ, সৈয়দ খালেদ আহমেদ ও রুয়েল মিয়া।

এআরবি/এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।