টিকা না নেয়ায় আমেরিকায় ঢুকতে পারবেন জকোভিচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:১২ পিএম, ১০ মার্চ ২০২২

করোনাভাইরাসের টিকা না নেয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে যে তুলকালাম কাণ্ডের মুখোমুখি হয়েছিল বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ, তার রেশ এখনও কেটে যায়নি। বিভিন্ন জায়গায় একের পর এক বাধার সম্মুখিন হচ্ছেন তিনি।

এই যেমন এবার করোনা টিকা না নেয়ার কারণে জকোভিচ ঢুকতে পারবেন না আমেরিকায়। আবার টিকা নেবেন না বলে নিজের অবস্থানে অনড় তিনি। যার ফলে আমেরিকার দুটি প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে হলো সার্বিয়ান এই তারকাকে।

টিকা না নেওয়ার সিদ্ধান্তে এখনও অনড় তিনি। ফলে ঢুকতে পারবেন না আমেরিকায়। তাই সে দেশের দু’টি প্রতিযোগিতা থেকে নাম তুলে নিলেন নোভাক জোকোভিচ।

টিকা না নেয়ার কারণে বিভিন্ন দেশ তাকে প্রবেশের অনুমতি দিচ্ছে না। তা সত্ত্বেও টিকা নেওয়ার ব্যাপারে এখনও সম্মতি দেননি নাম্বার ওয়ান থেকে সদ্য সাবেক হওয়া এই টেনিস খেলোয়াড়।

আমেরিকায় যেতে পারবেন না, এ কারণে ইন্ডিয়ান ওয়েলস এবং মায়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জকোভিচ। এর মধ্যে ইন্ডিয়ান ওয়েলসের সূচিতে তার নামও ছিল।

কিন্তু শেষ মুহূর্তে আয়োজক বা সে দেশের সরকার নিয়ম বদলাতে রাজি হয়নি। অন্তত আমেরিকায় ঢুকতে গেলে টিকা নিতেই হবে। ফলে জোকোভিচের কাছে না খেলা ছাড়া আর কোনও উপায় ছিল না।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।