নতুন ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনবেন শহিদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১০ মে ২০২২

অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া পাকিস্তান জুনিয়র লিগে দল কিনতে চান দেশটির সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি। দেশের ক্রিকেটে অবদান রাখার জন্যই মূলত এমন কথা ভাবছেন তিনি।

গত মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছিলেন, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল) ক্রিকেটের প্রথম আসর। এই টুর্নামেন্টের সম্ভাব্য সময় ধরা হয়েছে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত।

ছয়টি বেসরকারি মালিকানাধীন দল নিয়ে হবে এ টুর্নামেন্ট। যেখানে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে গোছানো সব দলের স্কোয়াড এবং প্রতি দলে দেওয়া হবে একজন করে আইকনিক ক্রিকেটার, যারা সেই দলের মেন্টর অথবা কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ টুর্নামেন্টে দল নেওয়ার ব্যাপারে স্থানীয় টিভি চ্যানেলে আফ্রিদি বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ দল কেনার ব্যাপারে আমার পরিকল্পনা আছে। কারণ এটি ইয়ংস্টারদের জন্য অনেক উপকারী হবে। একইসঙ্গে আর্থিকভাবে ও অভিজ্ঞদের কাছ থেকে শেখার দিক দিয়েও।’

তিনি আরও যোগ করেন, ‘আমি সবসময় বিশ্বাস করি জুনিয়র লেভেলেই মূলত কোচিং প্রয়োজন। সিনিয়র দলে শুধুমাত্র ম্যান ম্যানেজম্যান্টই গুরুত্বপূর্ণ।’

তবে দল না কিনতে পারলেও, যেকোনো দায়িত্বে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের এই টুর্নামেন্টের সঙ্গে থাকতে চান আফ্রিদি, ‘আমি এরই মধ্যে বন্ধুদের সঙ্গে কথা বলেছি। কারণ আমি জানি না কত অর্থ লাগবে। তবে আমি এই পিজেএলের অংশ হিসেবে থেকে ইয়ংস্টারদের নিজের অভিজ্ঞতা ভাগ করে দিতে চাই।’

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।