শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৪ জুলাই ২০২২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশ ওয়ানডে জিতেছে বাংলাদেশ। বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়ের ব্যবধান ৯ উইকেটের। যার সুবাদে ক্যারিবীয়দের বিপক্ষে টানা চতুর্থ ও সবমিলিয়ে দ্বিতীয়বারের মতো টানা পঞ্চম সিরিজ জয়ের রেকর্ডও গড়ে ফেলেছে তামিম ইকবালের দল।

সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। তার ওপর আবার এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতে নেওয়া- শনিবার সিরিজের শেষ ম্যাচে তাই বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখতে চায় বাংলাদেশ দল। বুধবারের ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক।

তামিম বলেছেন, ‘আমার মনে হয় এখন আমাদের সময় এসেছে বেঞ্চের শক্তি দেখার। যখন সুপার লিগের পয়েন্টের খেলা হয়, তখন সুযোগ থাকে না এমন করার। এখন এরকম একটা সিরিজে আপনি ২-০ তে জিতে গেলে, যারা খেলেনি বা দীর্ঘদিন ধরে আমরা যাদের নিয়ে ঘুরছি, তাদেরকে সুযোগ দেওয়া উচিত।’

বেঞ্চের শক্তি পরখ করতে নিজের জায়গা ছাড়তেও আপত্তি নেই তামিমের, ‘এজন্য যদি আমাকে এক ম্যাচ মিস করতে হয় তবু ঠিক আছে। এই জায়গায় যদি আমরা বেঞ্চের শক্তিগুলো না দেখি তাহলে দেখবো কখন? মূল একাদশের একজন যদি চোট পায়, তখন বেঞ্চ থেকে হঠাৎ করে এসে ভালো খেলা কষ্টকর। পরবর্তী ম্যাচে হয়তো এমন দেখতে পাবেন যে অনেকেই যারা খেলেনি, তারা হয়তোবা খেলবে।’

এর গুরুত্ব বুঝিয়ে তামিম বলেন, ‘বেঞ্চের শক্তি অবশ্যই পর্যবেক্ষণ করা উচিত। এটি আমরা খুব কম করি। আমরা সব ম্যাচই জিততে চাই। তবু মাঝেমধ্যে এটি করা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে। একটা গুরুত্বপূর্ণ সিরিজে হঠাৎ দুইজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট পেলে, সেই জায়গায় যে খেলবে তার জন্য কঠিন হয়ে যেতে পারে।’

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।