সেঞ্চুরির সংখ্যায় পন্টিংকে টপকে গেলেন কোহলি, সামনে শুধুই শচিন

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছেন আগেই। বাংলাদেশের কাছে সিরিজ পরাজয়ের জন্য সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলিকেও কম দূষেননি ভারতীয় ক্রিকেট সমর্থকরা। এরই মধ্যে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোটা অনেক বড় হয়ে দেখা দেয় ভারতের সামনে।
সে লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রামে সব ঝাল যেন এক ম্যাচেই তুলে নিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। ইশান কিশান দ্রুততম ডাবল সেঞ্চুরি করার পর সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলিও।
২০১৪ সালের ১৪ আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর, ৩ বছরেরও বেশি (প্রায় ৪০ মাস) বিরতি দিয়ে অবশেষে ৫০ ওভারের ফরম্যাটে সেঞ্চুরির দেখা পেলেন কোহলি। এরমধ্যে খেলেছেন ২৫টি ওয়ানডে। ১০টি হাফ সেঞ্চুরি করেছেন; কিন্তু একটিকেও তিন অংকের ঘরে নিতে পারেননি। অবশেষে ২৬তম ওয়ানডেতে এসে তিন অংকের দেখা পেলেন।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে মোট ৪৪টি সেঞ্চুরি করে ফেললেন বিরাট কোহলি। তিন ফরম্যাট মিলিয়ে তার ব্যাট থেকে শতরান এলো মোট ৭২টি। সে সঙ্গে টপকে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে। এখন তার সামনে রয়েছেন কেবল শচিন টেন্ডুলকার।
ইবাদত হোসেনের বলে ছক্কা মেরে সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান বিরাট কোহলি। ওয়ানডেতে ৪৪, টেস্টে ২৭ এবং টি-টোয়েন্টিতে ১টি সেঞ্চুরি করেন কোহলি। রিকি পন্টিং টেস্টে সেঞ্চুরি করেছেন ৪১টি এবং ওয়ানডেতে করেছেন ৩০টি সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে নেই।
সেঞ্চুরির মোট সংখ্যায় এখন কোহলির সামনে রয়েছেন কেবল তার স্বদেশি শচিন টেন্ডুলকার। তার মোট সেঞ্চুরির সংখ্যা ১০০টি। টেস্টে ৫১টি এবং ওয়ানডেতে ৪৯টি। একদিনের ফরম্যাটে আর ৫টি সেঞ্চুরি করতে পারলেই এই ফরম্যাটে শচিনকে ছুঁয়ে ফেলবেন কোহলি। ৬টি করতে পারলে তো রেকর্ডই হয়ে যাবে।
আজ বাংলাদেশের বিপক্ষে ৮৫ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। এর মধ্যে ছিল ১১টি বাউন্ডারি এবং একটি ছক্কার মার। শেষ পর্যন্ত ৯১ বলে ১১৩ রান করে সাকিব আল হাসানের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।
আইএইচএস/