তামিম ফিট, তবে তাড়াহুড়ো না করার পরামর্শ সুজনের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২৩

অনুশীলনে নামেননি। এখন বিশ্রামে আছেন। তারপরও শেরে বাংলায় এর-ওর মুখে ঠিকই আছেন সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ জানুয়ারি প্রথম অনুশীলনে নামবেন সাকিব। একইভাবে রিয়াদ-মুশফিকও আগেই প্র্যাকটিসে নেমেছেন। কিন্তু সে তুলনায় খানিক আড়ালে ছিলেন তামিম ইকবাল। কেমন আছেন দেশসেরা ওপেনার?

গতকাল সোমবার শেরে বাংলায় তার দেখা মিললো। একই শহর চট্টগ্রামের ছেলে ইয়াসির আলী চৌধুরী রাব্বির সাথে কথা বলতে বলতে হোম অব ক্রিকেটের পশ্চিম কোনায় বড় গেট (যাকে কিওরেটর আর গ্রাউন্ডসম্যানদের গেটও বলা হয়) দিয়ে বেরিয়ে সোজা বিসিবি একাডেমি মাঠে ঢুকলেন। সেখানে কিছুক্ষণ পর খুলনা টাইগার্সের নেটে ব্যাটও করলেন তামিম।

তখনই বোঝা যাচ্ছিল, তামিম সুস্থ পুরোপুরি। খুলনা টাইগার্স কোচ খালেদ মাহমুদ সুজনও জানালেন, তামিম ঠিক আছেন। আগামীকাল ৪ জানুয়ারি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে রংপুর রাইডার্সের সঙ্গে গা গরমের ম্যাচ খেলবেন তামিম।

মঙ্গলবার বিসিবি একাডেমি মাঠে খুলনার প্র্যাকটিসে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে অনেক কথার ভিড়ে তামিম প্রসঙ্গে খুলনা কোচ সুজন বলেন, ‘তামিম ইনজুরি থেকে খুব ভালো রিকোভার করেছে। চম্পাকাকে (রামানায়েক) নিয়ে ব্যাংককে গেলো। এরপর একটা ইনজুরিতে ছিল। তবে এখন ভালো। ব্যাটিং করেছে গত দুদিন।’

তবে এখনই তামিমকে তেড়েফুড়ে কিছু করা থেকে বিরত থাকার পরামর্শ সুজনের, ‘আমি বলেছি ওকে একটু ধীরগতিতে এগোতে। যেহেতু বিপিএলে আমাদের খেলা ৭ তারিখে। আজ মাত্র ৩ তারিখ। আমরা কাল একটা অনুশীলন ম্যাচ খেলবো। হয়তো তামিম ওখানে কিছুক্ষণ ব্যাটিং করবে। হি ইজ ফিট। রেডি টু গো।’

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।