ভিসা সমস্যায় ভারতের বিমানে উঠতে পারলেন না অস্ট্রেলিয়ান উসমান খাজা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

চলতি বছর অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে ভাল করার জন্য তার ব্যাটের দিকে অনেকটাই তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়াকে। অথচ ভারতে আসার বিমানেই উঠতে পারলেন উসমান খাজা। কারণ, ভারতে আসার ভিসা এখনও পাননি তিনি। তাকে ছাড়া দলের বাকি ক্রিকেটাররা এরই মধ্যে ভারতের বিমানে উঠে পড়েছে।

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শেষ হলেই শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। এই সিরিজের জন্য ভারতের ওয়ানা হয়েছে স্টিভেন স্মিথ, প্যাট কামিন্সরা।

উসমান খাজা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। চার বছর বয়সে অস্ট্রেলিয়ায় চলে এসেছিলেন; কিন্তু এবার ভারত সফরের আগে তার ভিসা পেতে সমস্যা হচ্ছে। অস্ট্রেলিয়ার অন্য ক্রিকেটাররা এরই মধ্যে ভিসা পেয়ে গেছে। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া মনে করছে দ্রুতই ভিসা পেয়ে যাবেন খাজা।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ খাজার ভিসা বিলম্বে পাওয়ার বিষয়টিকে অন্যভাবে দেখাচ্ছে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান- এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ভাল নয়। দুই দেশের সম্পর্কের ঢেউ এসে আছড়ে পড়ছে ক্রীড়াঙ্গনেও। একদশকের বেশি সময় আগে ভারত ও পাকিস্তান দ্বি-পাক্ষিক সিরিজ খেলেছে। পাকিস্তানের তারকা ক্রিকেটাররা ভ্রাত্য থেকে যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। খাজার ভিসা-সমস্যার খবর লেখার সময়ে এই দিকগুলোই মূলত তুলে ধরা হয়েছে দ্য ডনের প্রতিবেদনে।

 
 
 
View this post on Instagram
 
 
 

A post shared by Usman Khawaja (@usman_khawajy)

এদিকে খাজা একটি ছবি পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেখানে তিনি লিখেছেন, ‘ওয়েটিং ফর মাই ইন্ডিয়ান ভিসা।’ যে ছবিটা তিনি পোস্ট করেছেন, সেটা কলম্বিয়ার কুখ্যাত মাদক মাফিয়া পাবলো এসকোবারের।

অস্ট্রেলিয়ার হয়ে ৫৬টি টেস্ট, ৪০টি এক দিনের ম্যাচ ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন খাজা। তবে এখন তিনি মূলত টেস্ট ক্রিকেটার হিসাবেই বিবেচিত হন। সোমবারই অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি। কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খাজা ১৯৫ রানে ব্যাট করার সময় ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন দলের অধিনায়ক প্যাট কামিন্স। সেই ঘোষণা নিয়ে বিতর্কও হয়েছিল।

ভারত সফরে চারটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। নাগপুর, দিল্লি, ধর্মশালা এবং আহমেদাবাদে টেস্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট।

অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে দু’ বছরের জন্য ছিটকে গিয়েছিলেন। ২০২১-২২ সালের অ্যাশেজে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলে আবার জায়গা পান খাজা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনিতে ১৯৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।