কুমিল্লার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

৯ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পয়েন্ট টেবিলের একবারে তলানীতে। সাত দলের মধ্যে তারা সপ্তম। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারাও খেলেছে ৯টি ম্যাচ। কুমিল্লার সামনে প্রথম না হতে পারলেও দ্বিতীয় হওয়ার লক্ষ্য। আর এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া চট্টগ্রামের লক্ষ্য শেষ ম্যাচগুলোতে সম্মানজন ফল।

এমন লক্ষ্য সামনে রেখে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কুমিল্লা এবং চট্টগ্রামের দুই ফ্রাঞ্চাইজি। ইমরুল কায়েসের সঙ্গে টস করতে নেমে জয় পেলেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফিল্ডিং করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এই দুই দল চট্টগ্রামে গিয়ে প্রথম পরস্পর মুখোমুখি হয়েছিলো। ওই ম্যাচেও প্রথম ব্যাট করেছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৮ উইকেট হারিয়ে তারা করেছিলো ১৩৫ রান। জবাব দিতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ১৫ বল হাতে রেখে ৬ উইকেট জয় পায় তারা।

আজ কী প্রতিশোধ নিতে পারবে চট্টগ্রাম? সে লক্ষ্যে শুভাগত হোমরা ব্যাটিং করতে নামলেই বোঝা যাবে ম্যাচের গতি-প্রকৃতি কী হতে পারে।

এআরবি/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।