আন্দ্রে রাসেলের শেষ মুহূর্তের ঝড়, বরিশালকে হারালো কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

দিনের প্রথম ম্যাচের মতোই হচ্ছিল দ্বিতীয় ম্যাচটি। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১১৮ রান করেও ম্যাচ জিতে নিয়েছিলো। দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশাল ১২১ রান করেও জয়ের প্রায় দ্বারপ্রান্তে চলে গিয়েছিলো। কিন্তু শেষ মুহূর্তে এসে ক্যারিবীয় ব্যাটার আন্দ্রে রাসেলের ঝড়ের কাছেই হারতে হলো সাকিব আল হাসানের দলকে।

কুমিল্লার হয়ে খেলার জন্য আগেরদিন রাতেই ঢাকায় এসে পৌঁছায় সুনিল নারিন এবং আন্দ্রে রাসেল। এসেই আজ ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে নেমে যায় তারা দু’জন। শুধু খেলতে নামাই নয়, ব্যাট এবং বল হাতে কুমিল্লার জয়ের নায়কও তারা দু’জন।

বরিশালকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে কুমিল্লা। ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ১৬। সমান পয়েন্ট সিলেট স্ট্রাইকার্সেরও। যদিও রান রেটে পিছিয়ে রয়েছে কুমিল্লা। অন্যদিকে সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বরিশাল।

১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে সূচনাটা ভালোই করেছিলো কুমিল্লা। যদিও ৬ বলে ১১ রান করে আউট হয়ে যান পাকিস্তানি মোহাম্মদ রিজওয়ান। এরপর জাকের আলি আউট হন ১০ রান করে। ৫ রান করেন ইমরুল কায়েস। মোসাদ্দেক হোসেন সৈকত আউট হয়ে যান কেবল ১ রান করে।

লিটন দাস ৩৯ বলে খেলেন ৩৬ রানের স্লো ইনিংস। ৬ষ্ঠ উইকেট জুটিতে খুশদিল শাহ এবং আন্দ্রে রাসেল দলকে জয় এনে দেন। ১৯ বলে ২৩ রানে অপরাজিত থাকেন খুশদিল শাহ এবং ১৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন রাসেল। ২টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।