মাথার ওপর দিয়ে প্লেন গেলে ভালো লাগা কাজ করতো: সাকিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২১ মার্চ ২০২৩

শৈশবে খেলার মাঠে মাথার ওপর দিয়ে প্লেন উড়ে গেলে এক ধরনের ভালো লাগা কাজ করতো বলে স্মৃতিচারণ করেছেন বিশ্ব সেরা ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে বিমানের প্রধান কার্যালয় বলাকায় এক চুক্তি সই অনুষ্ঠানে এ স্মৃতিচারণ করেন তিনি। ব্রান্ডিং ইস্যুতে সাকিবের সঙ্গে চুক্তি সই করে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অর্থাৎ সাকিব এখন বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

আরও পড়ুন: বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব

অনুষ্ঠানে সাকিব বলেন, বিমান বর্তমানে লাভজনক অবস্থানে রয়েছে। সামনের দিনে আরও এগিয়ে যাবে। বিমানের অসংখ্য ভালো দিক রয়েছে যেগুলো সবার সামনে তুলে ধরতে পারলে বিশ্বের অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষমতা বাড়বে বিমানের। বিশেষ করে সেফটি ইস্যুতে বিমান কখনো আপোষ করে না। এ ধরনের ইতিবাচক বিষয়গুলো প্রচার হওয়া দরকার। প্রধানমন্ত্রীও বিমানের প্রতি সহানুভূতিশীল।

চুক্তি সই অনুষ্ঠানে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিবিএ স্নাতক হলেন সাকিব আল হাসান

এর আগে বিকেলে সাকিব বলাকায় গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব শেষে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হয়। এছাড়া সাকিবের সৌজন্যে কাটা হয় একটি কেক।

বিমান জানায়, সাকিব আল হাসান একসময় বিমানের ক্রিকেট টিমের সদস্য ছিলেন। এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক চারজন সদস্য বর্তমানে বিমানে বিভিন্ন পদে কর্মরত।

এমএমএ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।