ইমরুল-অঙ্কনের দুর্দান্ত সূচনার পরও ২৩৫-এ থামলো মোহামেডান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২২ মার্চ ২০২৩
ফাইল ছবি

আগের ২ ম্যাচে জয়ের নাগাল না পাওয়া মোহামেডান চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর সাথে গুরুত্বপূর্ণ ম্যাচেও লড়াকু স্কোর গড়তে পারেনি। আজ রোববার শেরে বাংলায় দুই চির প্রতিদ্বন্দ্বী দ্বৈরথে আগে ব্যাট করা মোহামেডানের সংগ্রহ দাঁড়ালো ৮ উইকেটে ২৩৫।

মোহামেডান অধিনায়ক ইমরুল কায়েস টস জিতে ব্যাটিং বেছে নিয়ে দলকে শুভ সূচনাও এনে দিয়েছিলেন। প্রথম উইকেটে ইমরুল কায়েস আর মাহিদুল ইসলাম অঙ্কন ১৩৭ রানের বিশাল জুটি গড়ে দেন।

দুই ওপেনার পঞ্চাশ পেরিয়ে যান; কিন্তু দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েও দু’জনের কেউই রানের গতি বাড়াতে পারেননি। যখন রান গতি বাড়নোর সময় ঠিক তখনই দু’জন আউট হয়ে যান। ইমরুল ৬৬ (৯৬ বলে) আর অংকন ৭০ রানে (৮৫ বলে) আউট হন অতি অল্প সময়ের ব্যবধানে।

ইমরুল আর অঙ্কনকে আউট করে মোহামেডানকে সামনে থেকে পিছনের পায়ে ঠেলে দেয়ার গুরুত্বপূর্ণ কাজটি করেছেন আবাহনী স্পিনার তানভির ইসলাম ও পেসার সাইফউদ্দীন। তানভিরের বলে কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন মোহামেডান অধিনায়ক ইমরুল কায়েস। আর অঙ্কনকে আউট করেন পেসার সাইফউদ্দীন।

Abahani

সোজা ব্যাটে সজোরে হাকানো অঙ্কনের সেই জোরালো শট চলে যাচ্ছিল মাথার ওপর দিয়ে। বোলার সাইফউদ্দীন ফলো থ্রুতে নিজেই অসামান্য দক্ষতায় তা ধরে ফেলেন। তারপর মোহামেডান ইনিংসে শুরু হয় মড়ক।

দুর্দান্ত সূচনার পর ওয়ান ডাউনে নেমে সৌম্য সরকার একদম স্লো খেলে ৬ বলে ১ রান করে আবাহনী বাঁ-হাতি স্পিনার তানভিরের বলে সুইপ খেলতে গিয়ে ফাইন লেগ আর লং লেগের মাঝামাঝি ক্যাচ দিয়ে ফেরেন। আর সাইফউদ্দীনের বলে মারবো কি মারবো না- এমন দ্বিধা-দ্বন্দ্বে ভুগে শর্ট কভারে ক্যাচ দেন অভিজ্ঞ রিয়াদ।

শুভাগত হোম শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন প্রথম বলেই। আবাহনী পেসার তানজিম সাকিবের বাউন্সারে পুল করতে গিয়ে ক্যাচ দেন শুভাগত। ঠিক এরপরই ছন্দপতন। তিন পরিণত ও অভিজ্ঞ পারফরমার এবং দলের তিন স্তম্ভ সৌম্য সরকার (৬ বলে ১) মাহমুদউল্লাহ রিয়াদ (৬ বলে ৩) আর শুভাগত হোম (০) চরম ব্যর্থ হলে রান তোলার গতি একদম কমে যায়।

এক সময মনে হয় মোহামেডানের রান ২০০‘ও হবে না। পরের দিকে ভারতের পশ্চিমবঙ্গের অনুষ্টুপ মজুমদার (৩৩ বলে ৩০) আর আরিফুল হক (৪৮ বলে ৩৭*) প্রাণপন চেষ্টা করে দলকে ২৩০-এর ঘরে পৌঁছে দেন।

জাতীয় দলে ব্যর্থ হলেও আবাহনীর হয়ে যথারীতি বল হাতে সফল সাইফউদ্দীন। ৪৫ রানে একাই ৪ উইকেটের পতন ঘটিয়েছেন তিনি। এছাড়া আরেক পেসার তানজিম সাকিব ও বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম পান দুটি করে উইকেট।

মোহামেডান: ২৩৫/৮, ৫০ ওভার (ইমরুল কায়েস ৬৬, মাহিদুল অঙ্কন ৭০, সৌম্য ১, রিয়াদ ৩, অনুষ্টুপ মজুমদার ৩০, আরিফুল ৩৭*, শুভাগত হোম ০, সাইফুল ইসলাম রুবেল ৫, কামরুল ইসলাম রাব্বি ৬, রুয়েল মিয়া ৮*; সাইফউদ্দীন ৪/৪৫, তানভির ২/৩৯, তানজিম হাসান সাকিব ২/৫৪)।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।