এবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আয়ারল্যান্ডের

প্রথম দুই ওয়ানডেতেও টস জিতেছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। কিন্তু দু’ম্যাচেই টস জিতে তিনি নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবালকে।
দুই ম্যাচেই প্রথমে ব্যাট করতে নেমে রেকর্ড স্কোর গড়েছিলো বাংলাদেশ। প্রথম ম্যাচে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৩৩৮ রানের স্কোর গড়ে জিতেছিলো ১৮৩ রানের ব্যবধানে।
দ্বিতীয় ম্যাচেও টস হেরে ব্যাট করতে নেমে ৩৪৯ রানের স্কোর তুলে আগের ম্যাচে গড়া ৩৩৮ রানের রেকর্ড ভেঙে দেয় টাইগাররা। যদিও দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো বৃষ্টির কারণে।
তৃতীয় ম্যাচে এসেও টস জিতলেন আয়ারল্যান্ড অধিনায়ক বালবির্নি। টস জিতে এবার তিনি আর ভুল করলেন না। নিজেরাই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। বাংলাদেশকে পাঠালেন ফিল্ডিং করার জন্য।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটরক্ষক), ম্যাথিউ হাম্প্রিস, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডেয়ার, গ্রাহাম হিউম।
আইএইচএস