২৬ মার্চ স্বাধীনতা দিবসে শেরে বাংলায় দিবা-রাত্রির প্রদর্শনী ম্যাচ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৩৭ পিএম, ২৫ মার্চ ২০২৩

জাতীয় দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকবে চট্টগ্রামে। আর বাকিরা ব্যস্ত ঢাকার ক্লাব ক্রিকেটের জমজমাট আসর প্রিমিয়ার লিগ নিয়ে।

তাই সাবেক তারকাদের দিয়েই গড়া হয়েছে বাংলাদেশ লাল আর বাংলাদেশ সবুজ দল। অন্যবারের মতো এবারো মহান স্বাধীনতা দিবসে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামীকাল স্বাধীনতা দিবসে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টি-টেন ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করবে লাল ও সবুজ দল। ২৬ মার্চ রোববার দুপুর আড়াইটায় শুরু হবে এই ১০ ওভারের ম্যাচ।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে এই প্রদর্শনী ম্যাচের জন্য আজ শনিবার দু’দলের খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে।

বাংলাদেশ লাল দল

মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান, কাজী হাবিবুল বাশার সুমন, নিয়ামুর রশিদ রাহুল, সানোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম, মোর্শেদ আলী খান সুমন, হাসানুজ্জামান ঝড়ু, এহসানুল হক সিজান, তালহা জুবায়ের, সফিউদ্দীন আহমেদ বাবু, খান আব্দুর রাজ্জাক।

কোচ: দিপু রায় চৌধুরী। ম্যানেজার: মোহাম্মদ আলী।

বাংলাদেশ সবুজ দল

হান্নান সরকার, শাহরিয়ার নাফীস, আতহার আলী খান, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন (উইকেটকিপার), খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ আলম, নাজমুল হোসেন, মিজানুর রহমান বাবুল, ফাহিম মুন্তাসির সুমিত, হাসিবুল হোসেন শান্ত।

ম্যানেজার: রকিবুল হাসান।

এআরবি/আইএইচএস/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।