দুর্দান্ত প্রত্যাবর্তনের পর এবার ম্যাচসেরাও হলেন রনি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২৭ মার্চ ২০২৩

পারফর্ম করতে পারলে বয়সটা কোনো ফ্যাক্টর নয়, রনি তালুকদার সেটা দেখিয়ে দিলেন। ৩২ বছর বয়সে জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন, এবার হলেন ম্যাচসেরাও।

২০১৫ সালেই রনির সৌভাগ্যের দরজা খুলেছিল। কিন্তু মাত্র এক ম্যাচ খেলেই বাদ পড়লে সেই সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়। কিন্তু রনি হাল ছাড়েননি।

ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করেছেন। গত বিপিএলে বেশ কয়েকটি নজরকাড়া ইনিংস খেলে ফেরেন জাতীয় দলেও। ৮ বছর পর ফেরা রনি নিজের ক্যারিয়ারের পঞ্চম ম্যাচে এসে হলেন ম্যাচসেরা।

চট্টগ্রামে আজ (সোমবার) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৮ বলে ৬৭ রানের বিধ্বংসী এক ইনিংস উপহার দিয়েছেন রনি। ৭ চার আর ৩ ছক্কায় গড়া ইনিংসে ভর করেই বাংলাদেশ পায় দুইশোর্ধ্ব সংগ্রহ।

শেষ পর্যন্ত কার্টেল ওভারের ম্যাচটি ২২ রানে জিতেছে টাইগাররা। রনি তালুকদার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।