টানা চার ‘ডাক’ মেরে ইতিহাসের পাতায় পাকিস্তানি ব্যাটার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১১ পিএম, ২৭ মার্চ ২০২৩

টেস্টে তার দুর্দান্ত গড় (৪৭.২৩)। ২০২০ সালের শেষের দিকে টি-টোয়েন্টিতেও ক্যারিয়ারটা শুরু করেছিলেন ৩৩ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলে।

কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ভালো শুরুর পর নিউজিল্যান্ডে দুটি ম্যাচে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারেননি আবদুল্লাহ শফিক। টানা দুই শূন্য মেরে বাদ পড়েন দল থেকে।

সেই শফিক প্রায় আড়াই বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন, পাকিস্তান সুপার লিগে দারুণ পারফরম্যান্স দেখিয়ে। কিন্তু জাতীয় দলে আসতেই সেই ‘ডাক’ মারার অভ্যাসটা ফিরিয়ে এনেছেন আবদুল্লাহ শফিক।

শারজায় আফগানিস্তানের বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টিতে শূন্য করেছেন। প্রথম ম্যাচে ২ বলে ০, পরের ম্যাচে ‘গোল্ডেন ডাক’। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসেই ২ বল খেলে শূন্য করেছিলেন।

ফলে টানা চার ম্যাচে তার ৪টি ‘ডাক’-এর রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় ঢুকে পড়েছেন ২৩ বছর বয়সী আবদুল্লাহ শফিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যে আর কোনো ব্যাটারের এমন রেকর্ড নেই!

এআরবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।