সেরা তিনে আফগানিস্তানের দুজন

টি-টোয়েন্টির এক নম্বর বোলার এখন রশিদ খান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২৯ মার্চ ২০২৩

টি-টোয়েন্টির সেরা বোলারদের সিংহাসন দখল করলেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে সরিয়ে এক নম্বর বোলার হয়েছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এই সুসংবাদ পেয়েছেন রশিদ। সিরিজে বল প্রতি রানেরও কম খরচ করে একটি করে মোট ৩টি উইকেট নেন এই লেগি।

এদিকে ১২ ধাপ লাফ দিয়ে সেরা তিনে উঠে এসেছেন আফগানিস্তানের আরেক বোলার। পাকিস্তানের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি (৫টি) পেসার ফজলহক ফারুকি তিন নম্বরে জায়গা করে নিয়েছেন।

রশিদ খান অবশ্য এবারই প্রথম 'নাম্বার ওয়ান' হননি। গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টির শীর্ষ বোলার ছিলেন তিনি।

রশিদ-ফারুকির সঙ্গে আফগানিস্তানের আরও এক বোলার সেরা দশে আছেন। তিনি হলেন অফস্পিনার মুজিব উর রহমান। সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচে দুটি করে উইকেট নেওয়া মুজিব দশ নম্বর থেকে আটে উঠে এসেছেন।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।