ম্যাচসেরা স্টারলিং, সিরিজসেরা তাসকিন

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ৩১ মার্চ ২০২৩

মারকুটে এক ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দিয়েছেন পল স্টারলিং। আইরিশ অধিনায়কই হয়েছেন তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির ম্যাচসেরা।

তবে দল হারলেও পুরো সিরিজে দারুণ বোলিংয়ের সুবাদে সিরিজসেরা হয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ। তাসকিন ৩ ম্যাচে মোট ৮টি উইকেট নেন।

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে মাত্র ১২৪ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয় পেয়েছে আয়ারল্যান্ড। আইরিশদের রান তাড়া সহজ করে দেন অধিনায়ক স্টারলিং। ৪১ বলে ১০ চার আর ৪ ছক্কায় ৭৭ রানের ইনিংস খেলে তিনি হন ম্যাচসেরা।

এদিকে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন তাসকিন আহমেদ। তার ইকোনমি ৭.১০। সেরা বোলিং ছিল ১৬ রানে ৪ উইকেট।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।