আইপিএল ২০২৩
উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে হার্দিকের গুজরাট

দেখতে দেখতে ফুরোলো অপেক্ষার প্রহর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর মাঠে গড়ালো অবশেষে। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স আর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টস জিতেছে হার্দিক পান্ডিয়া। প্রথমে চেন্নাইকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
এবারের আইপিএলে ১০টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে। ২০১৯ সালের পর এবারই প্রথম আইপিএলে হতে যাচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা। গতবারের মতো এবারও দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
‘এ’ গ্রুপে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।
১০টি দল হলেও এবারের আইপিএল খেলা হবে মোট ১২টি মাঠে। অর্থাৎ প্রতি দলের হোম ভেন্যু ছাড়াও থাকছে দুটি মাঠ। এই ১২টি মাঠ হলো- আহমেদাবাদ, মোহালি, লখনৌ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, জয়পুর, মুম্বাই, গুয়াহাটি ও ধর্মশালা।
চেন্নাই একাদশ
ডেভন কনওয়ে, রিতুরাজ গাঁইকদ, মঈন আলি, বেন স্টোকস, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), আম্বাতি রাইডু, মিচেল স্যান্টনার, দীপক চাহার, রাজবর্ধন হাঙ্গারগেকার।
গুজরাট একাদশ
শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, রাহুল তেয়াতিয়া, রশিদ খান, মোহাম্মদ শামি, জস লিটল, ইয়াশ দয়াল, আলজেরি জোসেফ।
এমএমআর/এএসএম