পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ বাংলাদেশে হবে? যা বললেন পাপন

বিশ্বকাপ খেলতে পাকিস্তান ভারতে যাবে না। পাকিস্তান তাদের বিশ্বকাপ ম্যাচ গুলো বালাদেশে খেলতে পারে। ক্রিকেটের নামি ওয়েবসাইট 'ক্রিকইনফো' এমন খবর প্রকাশ করেছে। তা দেখে অনেকেই ধরে নিয়েছেন, তাহলে বিশ্বকাপের সহআয়োজক না হয়েও বিশ্বকাপের ম্যাচ পাবে বাংলাদেশ।
ঘটনা কি সত্য? বিসিবির সঙ্গে কি পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই বিষয়ে আলোচনা হয়েছে? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'আমাদের সঙ্গে এ নিয়ে কোনো কথা হয়নি। আসলে আমি এটা টিভিতে দেখেছি। আইসিসি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড কেউ আমাদের কিছু বলেনি। সেজন্য আমাদের পক্ষে এটা নিয়ে কমেন্ট করা কঠিন। একটা নিউজ দেখে বলা উচিত না। ওরা যোগাযোগ করলে আমরা আপনাদের জানাব।’
বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ। ভারত আবার সেখানে খেলতে যাবে না। ভারত চায় তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে। এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো বাংলাদেশে হওয়ার সম্ভাবনা আছে?
এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রধান জানান, যেহেতু এশিয়া কাপ যখন হবে, তখন পুরো বৃষ্টির মৌসুম। তাই বাংলাদেশকে এটার মধ্যে রাখেননি তারা।
পাপন বলেন, ‘ওটা নিয়ে কথা চলছে। কোথায় হবে এটা নিয়ে কথা হচ্ছে। এটা এখনও ফাইনাল হয়নি। আমি যতটুকু জানি, তিন চারদিনের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে। আরেকটা মিটিং ডাকা হচ্ছে। জুম মিটিংয়ে ওটা শেষ করে দেওয়া হবে। বাংলাদেশে ওই সময়ে অনেক বৃষ্টি। সেজন্য বাংলাদেশকে আমরা এটার মধ্যে রাখিনি।’
এআরবি/এমএমআর/এএসএম