আগে জানলে ইংল্যান্ডের মাটিতে আইরিশ-সিরিজ মানতেন না হাথুরু
কথা আছে আসবে। ভারতের মাটিতে বিশ্বকাপের আগে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসতে পারে নিউজিল্যান্ড। আর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আফগানিস্তান তো আসবেই। এর বাইরে আছে এশিয়া কাপ। খুব সংক্ষেপে বিশ্বকাপের আগে বাংলাদেশের খেলা বলতে এগুলোই।
তার আগে ঘরের মাটিতে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষেও খেলে ফেলেছে টাইগাররা। আর কাল মঙ্গলবার শুরু আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ইংল্যান্ডের লন্ডনের উপকণ্ঠে চেমসফোর্ডের এসেক্স মাঠে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে তামিম ইকবালের দল।
বিশ্বকাপ হবে উপমহাদেশে, ভারতের মাটিতে। আবহাওয়া, উইকেট, পরিবেশ অনেকটাই বাংলাদেশের মতো। সেখানে এখন টিম বাংলাদেশ খেলতে নামবে সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে। দেশে গড়পড়তা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চেমসফোর্ডে দিনে ১৬ আর রাতে ৭-৮ ডিগ্রি। উইকেটও উপমহাদেশের মতো নয়।
ঠান্ডা বাতাস, একটু আধটু সুইং, ন্যাচারাল ম্যুভমেন্ট- সব মিলে কন্ডিশন পুরোপুরিই ভিন্ন। যার সাথে শুধু বাংলাদেশের কন্ডিশনেরই পার্থক্য না, ভারতের কন্ডিশনের সাথেও কোনো মিল নেই।
বিশ্বকাপের আগে ইংল্যান্ডে ঘটা করে খেলতে যাওয়া এবং বৃষ্টির বৈরি আচরণে প্রস্তুতি ম্যাচ খেলতে না পেরে মূল সিরিজে মাঠে নাম-সব মিলে কোনোটাই বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি নয়। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বেশ অসন্তুষ্টই এই সিরিজ নিয়ে।
তার সোজাসাপ্টা কথা, ‘আমরা বিশ্বকাপ একই ধরনের কন্ডিশনে খেলব না।’ তাই হাথুরু বোঝানোর চেষ্টা করেছেন, এই কন্ডিশনে তার দল কেমন খেলে, ভাল না খারাপ-তা বিশ্বকাপে মোটেই প্রভাব ফেলবে না। আর সে কারণেই টাইগার কোচের কথা, ‘আমরা শুধু ভাবছি কিভাবে সিরিজ জিতব। এই ধরনের কন্ডিশনে কী রকম খেলি, তা নিয়ে ভাবছি না।’
যে মাঠে খেলা হবে, সে মাঠে অনুশীলন করা বহুদূরে, আজকের আগে আসারই সুযোগ হয়নি। সোমবার উইকেট দেখে হাথুরুর মনে হয়েছে, উইকেট ভালো আছে। একটু শক্ত। সামান্য ঘাস আছে।
বৃষ্টির কারণে সম্ভবত গতকাল (রোববার) সারাদিন পিচ কভারে ঢাকা ছিল। মাঠের আকারকে কি ‘ট্রিকি’ মনে হয়? এমন প্রশ্নে হাথুরু উল্টো প্রশ্নকর্তার কাছে জানতে চান, ‘ট্রিকি উইকেট’ বলতে কী বুঝাচ্ছেন?
এরপর বলেন, ‘এটা ট্রিকি না। দুই দলের জন্যই সমান। আমাদেরকে লাইন-লেন্থ মেনেই বল করতে হবে। এটা নিয়ে চিন্তার কিছু নেই। আমাদের সেরা বোলিং করতে হবে।’
খেলাটা আয়ারল্যান্ডের সঙ্গে। কিন্তু হচ্ছে ইংল্যান্ডে। এর মধ্যে বৃষ্টির কারণে ঠিকভাবে প্রস্তুতিও নেওয়া যায়নি।সব কিছু মিলিয়ে এই সিরিজ নিয়ে বেশ অসন্তুষ্ট টাইগার হেড কোচ।
হাথুরু বলেন, ‘এবারই প্রথমবার (এখানে)। যদি আমরা এটা জানতাম, তবে এই ধরনের শিডিউল মেনে নিতাম না। এটা আদর্শ প্রস্তুতি নয়। আমি কাউকে দোষ দেব না। তবে আমরা এটা থেকে শিখব।’
এআরবি/এমএমআর/এমএস