ধীরগতির ব্যাটিংয়ের পর উইকেট হারিয়ে শুরুতেই চাপে পাকিস্তান
বলতে গেলে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনাল। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুটা ভালো হলো না পাকিস্তানের।
৯ রান তুলতে তারা হারিয়ে বসেছে ওপেনার ফাখর জামানকে (১১ বলে ৪)। লঙ্কান পেসার প্রমোদ মধুশানের বলে বোল্ড হন তিনি।
পাকিস্তান এমনিতেই বেশ ধীরগতিতে ব্যাটিং করছে। এর মধ্যে শুরুতেই উইকেট হারিয়ে চাপে দলটি। প্রথম ৫ ওভারে ১ উইকেট হারিয়ে তারা তুলেছে মাত্র ১৩ রান। বাবর আজম ৪ আর আবদুল্লাহ শফিক ৫ রানে অপরাজিত আছেন।
বৃষ্টির কারণে সময়মতো টস হয়নি। পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচটি প্রায় দুই ঘণ্টার বেশি সময় পর শুরু হয়। ফলে ৫ ওভার করে কাটা হয়েছে দুই ইনিংসে। অর্থাৎ ৫০ ওভারের বদলে ৪৫ ওভারের ম্যাচ এখন এটি।
দেরিতে শুরু হতে যাওয়া ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে পাকিস্তানের। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দলটির অধিনায়ক বাবর আজম।
এমএমআর/জেআইএম