৬টি পরিবর্তন নিয়ে ফাইনাল খেলতে নামছে ভারত
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে নেমে হেরেছিলো ভারত, তাদের ওপর যারপরনাই ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট সমর্থকরা। ফাইনালের আগে ৬ রানের ওই হারে মনোবলই ভেঙে পড়ার উপক্রম। সে কারণে, ফাইনালে ভারত কাদেরকে নিয়ে খেলতে নামে- সে দিকে তাকিয়ে ছিলো সবাই।
শেষ পর্যন্ত ব্যাপক পরিবর্তন আনা হলো ভারতীয় দলে। মোট ৬টি পরিবর্তন এনেছে রোহিত শর্মারা। দলে ফিরেছেন লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়ারা।
এমনিতেই অক্ষর প্যাটেল ইনজুরিতে। তার পরিবর্তে নতুন কাউকে নেয়া প্রয়োজন ছিল। সে কারণে প্যাটেলের পরিবর্তে ফাইনালের একাদশে এসেছেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া মূল একাদশের সবাই এসেছেন দলে।
শ্রীলঙ্কা দলেও একটি পরিবর্তন ছিল অবশ্যম্ভাবী। মহেশ থিকসানার পরিবর্তে একাদশে এসেছেন দুশান হেমন্ত।
শ্রীলঙ্কা একাদশ
কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, দুশান হেমান্ত, মাথিসা পাথিরানা, প্রামোদ মধুশন।
ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেট রক্ষক), ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং জসপ্রিত বুমরাহ।
আইএইচএস/