সেঞ্চুরি করে আত্মবিশ্বাস ফিরে পেয়ে খুশি ট্রাভিস হেড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৯ এএম, ২৯ অক্টোবর ২০২৩

দীর্ঘদিন ইনজুরিতে আক্রান্ত ছিল ট্রাভিস হেড। তবুও তাকে অস্ট্রেলিয়া নিজেদের বিশ্বকাপ স্কোয়াডে দলে রেখেছিল। কারণ তারা জানতো বিশ্বকাপের মাঝেই সেরে উঠবেন তিনি। দলের আস্থার প্রতিদান বেশ ভালোভাবেই দিলেন হেড।

৬৭ বলে ১০৯ রানের ধুমধারাক্কা ইনিংস খেলে দলকে ৩৮৮ রানের বিশাল সংগ্রহ করতে সাহায্য করেন। দলও হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় পায় ৫ রানে। দীর্ঘদিন পর দলে এসে সেঞ্চুরি করতে পেরে ভীষণ খুশি হেড।

ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে হেড বলেন, ‘আমি আবার ফিরতে পেরে দারুণ খুশি। দলের জয়ে ভূমিকা রাখতে পেরেও। খুব হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। পুরা পাগলাটে ম্যাচ ছিল এটি। ৭ সপ্তাহ পর ফিরে সেঞ্চুরি পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। প্রথমে কিছু ব্লক করেছিলাম পরে মেরে খেলেছি। ওয়ার্নারের সঙ্গে দারুণ খেলছিলাম। আমরা একে অপরকে বেশি সহযোগিতা করছিলাম যাতে একসঙ্গে ভালো খেলতে পারি।’

আরআর/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।