৩ উইকেট হারিয়ে নোয়াখালীর নড়বড়ে শুরু

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামের বিপক্ষে ৬৫ রানের পরাজয়ের ধাক্কা থেকে এখনও কাটিয়ে উঠতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচে ৯ রানে ৩ উইকেট হারিয়ে নড়বড়ে শুরুতেই সেটি স্পষ্ট।

দুই ওপেনারসহ আউট হওয়া ৩ ব্যাটারের কেউই খুলতে পারেননি রানের খাতা। ইনিংসের প্রথম বলেই মাজ সাদাকাত উইকেটের পেছনে ক্যাচ দেন পারভেজ হোসেন ইমনকে। বোলার ছিলেন মোহাম্মদ আমির।

স্থানীয় ক্রিকেটার খালেদ আহমেদের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে পুল শট খেলতে গিয়ে ব্যাটের বদলে গ্লাভসে সংযোগ ঘটান হাবিবুর রহমান সোহান। সেই বল চলে যায় আবারও পারভেজ ইমনের গ্লাভসে। ৯ রানে হারায় দ্বিতীয় উইকেট।

স্বাগতিক সিলেটের সামনে দিশেহারা হয়ে পড়ে নোয়াখালী। ৩ বল পর লেগ বিফোরের ফাঁদে পড়েন হায়দার আলী। তিনিও ফিরেছন শূন্য রানেই। খালেদের বলে প্রথমে আম্পায়ার সাড়া দেননি।

পরে অবশ্য রিভিউ নেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এরপর আসে আউটের সিদ্ধান্ত। বোর্ডে কোনো রান যোগ না হতেই ৯ রানে নোয়াখালী হারায় ৩ উইকেট।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।