তামিম ভাই অভিভাবক হিসেবে কতটা যথার্থ, বোঝাতে পারব না: হৃদয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। তাওহিদ হৃদয়ের ফর্ম নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন সমর্থকরা। বারবার কোথায় যেন আটকে যাচ্ছিলেন। সোমবারের আগ পর্যন্ত সবশেষ ৬ ইনিংসে পাঁচবারই বিশের নিচে আউট।

অবশেষে কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলো হৃদয়ের ব্যাট। চিটাগং কিংসের বিপক্ষে ১৫০ রান তাড়ায় ৫৬ বলে ৮২ রানের হার না মানা ইনিংস খেললেন ২৪ বছরের তরুণ। হৃদয়ের চোখে যেটি ব্লক খোলা এক ইনিংস।

ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বড় এক স্ট্যাটাস দিয়েছেন হৃদয়। যেখানে বিপদে পাশে থাকার জন্য ভক্ত-সমর্থকের সঙ্গে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে। হৃদয়ের স্ট্যাটাসটি হুবহু এখানে দেওয়া হলো-

সেদিন “Writer’s Block” নামে একটি টার্মের সাথে পরিচিত হলাম। বিস্তারিত পড়াশোনা করে আমার মনে হচ্ছিলো, আমিও যেনো কোথাও একটা ব্লক খেয়ে আছি। পরিশ্রম করছি নিয়মিত, ধৈর্য্য ধরেছি, চেষ্টার কমতি নেই; কিন্তু রান হচ্ছিলো না। বিশেষ করে গত দুই বিপিএলের পর আমার কাছে সবার প্রত্যাশা ছিলো আকাশচুম্বী।

রান না পাওয়ার আক্ষেপ আমার থেকেও আমি আমার ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশী দেখেছি। তবে তার থেকে বেশী অনুপ্রেরণা দেখেছি আমার আশে-পাশের মানুষ গুলোর চোখে। Tamim Iqbal ভাই কাউকে বোঝাতে পারবো না আপনি অভিভাবক হিসেবে কতোটুকু যথার্থ। এতো প্রত্যাশা থাকার পরেও, পুরো টিমের সবাই প্রতিনিয়ত আমাকে বুঝিয়েছেন সবই স্বাভাবিক, হৃদয় রানে ফিরবেই! কৃতজ্ঞতা আমার কোচিং স্টাফ, সকল খেলোয়াড়দের প্রতি। ফিজিও বায়েজিদ ভাই, শাহীন ভাই আপনারা দুজন বিশেষ আমার জন্য।

ক্রিকেটকে যারা ভালোবাসে, তারা আমাদের ও ভালোবাসে জানি। ভালো খেললে তালি দেয়, আমরা খারাপ করলে তাদের ভেতরেও হতাশা কাজ করে। সত্যি বলতে ভক্তদের এই পজিটিভ-নেগেটিভ ফিডব্যাক দুটোই হোক আমাদের শক্তি। ধন্যবাদ মহান রাব্বুল আলামিনকে, ধন্যবাদ ফরচুন বরিশালের সকল সদস্যকে, ধন্যবাদ আমাদের সকল সমর্থককে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।