লিলেকে উড়িয়ে ১৬ পয়েন্টের ব্যবধান তৈরি করলো পিএসজি
ঘরের মাঠে লিলেকে পেয়ে গোল উৎসবে মেতে উঠেছিলো পিএসজি। হারিয়েছে ৪-১ গোলের ব্যবধানে। অবশ্য গোল চারটিই হয়েছে প্রথমার্ধে। পঞ্চম স্থানে থাকা লিলের বিপক্ষে এই জয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের সঙ্গে ১৬ পয়েন্টের ব্যবধান তৈরি করলো প্যারিসের ক্লাবটি।
২৪ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৬২। ২৩ ম্যাচে মার্শেইয়ের পয়েন্ট ৪৬ এবং নিসেরও ২৪ ম্যাচে পয়েন্ট ৪৬। পঞ্চম স্থানে থাকা লিলের পয়েন্ট ২৪ ম্যাচে ৪১।
পার্ক ডি প্রিন্সেসে ম্যাচের শুরু থেকে লিলে গোলরক্ষক লুকাস শেভালিয়ের কাছে আক্রমণের বন্যা বয়ে যায়। অনেকগুলো নিশ্চিত গোল বাঁচিয়ে দেন তিনি।
ব্র্যাডলি বারকোলা ৬ষ্ঠ মিনিটে গোলের সূচনা করেন। ২২ মিনিটে ব্রাজিলিয়ান তারকা মার্কুইনহোস ব্যবধান বাড়ান। ২৮ মিনিটে তৃতীয় গোল করেন ওসমান ডেম্বেলে এবং ৩৭তম মিনিটে গোল করেন ডিজায়ার দুয়ে।
দ্বিতীয়ার্ধে দুই দলই অনেকগুলো গোলের সুযোগ তৈরি করে। তবে সফল হয় লিলে। ৮০ মিনিটে একটি গোল পরিশোধ করেন লিলের জোনাথন ডেভিড।
আইএইচএস/