আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের হয়ে কাজ করতে প্রস্তুত কাকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২০ মে ২০২৫

ব্রাজিল ফুটবল দলের হয়ে কার্লো আনচেলত্তির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার কাকা। আনচেলত্তির সহকারী হিসেবে নিজ দেশের জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দিতে চান ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্কোয়াডে থাকা এই অ্যাটাকিং মিডফিল্ডার।

তিন দশক ধরে ক্লাব ফুটবলে কোচিং করানোর অভিজ্ঞতা নিয়ে আনচেলত্তি ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আন্তর্জাতিক ফুটবলে পা রাখতে যাচ্ছেন।

চলতি মাসের শুরুতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে, ২০২৪-২৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের শেষ লা লিগা ম্যাচের পর (২৫ মে, প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ) ২৬ মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে যোগ দেবেন আনচেলত্তি।

ব্রাজিলের ফুটবল আইকন হিসেবে পরিচিত কাকা ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে খেলেছিলেন। ক্লাব ক্যারিয়ারে অধিকাংশ সময় মিলানেই কেটেছে ব্রাজিলিয়ান তারকার। ওই সময় (২০০১-২০০৯) এসি মিলানের কোচ ছিলেন ইতালিয়ান কোচ আনচেলত্তি।

২০১৭ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়া কাকা আশা করছেন, আনচেলত্তির সহকারী হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করবেন। আর শুরুতেই তিনি চান ব্রাজিল জাতীয় ফুটবল দলের সঙ্গে কাজ করার সুযোগ পেতে। তার চাওয়া পূরণ হলে, আবারও আনচেলত্তি ও কাকা জুটি বাঁধতে দেখা যাবে। আগেরবার ছিলেন কোচ-খেলোয়াড়, এবার হবেন কোচ-সহকারী কোচ।

৪৩ বছর বয়সী কাকা সম্প্রতি ক্যাজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যদি সুযোগ আসে, তাহলে আমি ব্রাজিল ফুটবলে ফিরতে প্রস্তুত। ২০১৭ সাল থেকেই আমি নিজেকে প্রস্তুত করে চলছি, পূনরায় শীর্ষ পর্যায়ের ফুটবলে ফিরে আসতে। সে লক্ষ্যে আমি হার্ভার্ড থেকে স্পোর্টস নিয়ে বিজনেস কোর্স সম্পন্ন করেছি, সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন্স) এর কোচিং কোর্স শেষ করেছি। এছাড়া জাতীয় দল ও বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে আমার।’

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।