হামজা-ফাহামিদুলকে নিয়েই একাদশ সাজালো বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৪ জুন ২০২৫

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আভাস দিয়েছিলেন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ হামজা চৌধুরীকে খেলাবেন এবং ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামকে কিছু সময়ের জন্য খেলাবেন। দুইজন খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন।

বাংলাদেশ দলের সবচয়ে বড় তারকা হামজা চৌধুরী এবং নবাগত ফাহামিদুল ইসলামকে নিয়েই ক্যাবরেরা সাজিয়েছেন ভুটানের বিপক্ষে একাদশ। গোলরক্ষক হিসেবে আবাহনীর মিতুল মারমার ওপরই আস্থা রেখেছেন কোচ।

গোলরক্ষকের সামনে তপু বর্মন, তাজউদ্দিন, সাদউদ্দিন ও তারিক কাজী। মাঝ মাঠে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, সোহেল রানা থাকবেন। গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচে জামাল ভূঁইয়াকে খেলাননি কোচ। এই ম্যাচে ফিরেছেন অধিনায়ক। সন্ধ্যা ৭টায় শুরু হবে বাংলাদেশ ও ভুটান ম্যাচ।

বাংলাদেশ একাদশ
মিতুল মারমা (গোলরক্ষক), তাজউদ্দিন, সাদ উদ্দিন, সোহেল রানা, ফাহামিদুল, জামাল ভূঁইয়া, তপু বর্মন, রাকিব হোসেন, কাজেম শাহ, তারিক কাজী, হামজা চৌধুরী।

আরআই/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।