হামজার গোল নিয়েই প্রথমার্ধ শেষ বাংলাদেশের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ০৪ জুন ২০২৫

হামজা চৌধুরীর ৬ মিনিটের গোলে লিড নিয়েছিল বাংলাদেশ। ওই গোলেই শেষ হলো বাংলাদেশ-ভুটানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ। বাকি সময়ে বাংলাদেশ ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। তবে কাজে লাগাতে পারেনি।

অধিনায়ক জামাল ভূঁইয়া দুইবার সুযোগ পেয়েছিলেন। একবার তার শট বাইরে গেছে, আরেকটা নষ্ট করেছেন গোলরক্ষকের গায়ে লাগিয়ে।

বাংলাদেশ দলে অভিষিক্ত ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম লেফট উইং থেকে কয়েকটি ভালো ক্রস ফেলেছিলেন বক্সে। তিনি একার পোস্টে শট নিয়েও লক্ষ্যে রাখতে পারেননি।

ভুটান ম্যাচে ফেরার সুযোগও তৈরি করেছিল। রক্ষণে তারিক কাজীর দুর্বলতায় বল নিয়ে বিপদজনক অবস্থানে চলে গিয়েছিলেন ভুটানের ফরোয়ার্ড। তবে তপু বর্মণ ক্লিয়ার করে দলকে বাঁচিয়েছেন।

বাংলাদেশ একাদশ
মিতুল মারমা (গোলরক্ষক), তাজউদ্দিন, সাদ উদ্দিন, সোহেল রানা, ফাহামিদুল, জামাল ভূঁইয়া, তপু বর্মন, রাকিব হোসেন, কাজেম শাহ, তারিক কাজী, হামজা চৌধুরী।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।