জয়ে ক্লাব বিশ্বকাপ মিশন শুরু চেলসির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৫ এএম, ১৭ জুন ২০২৫

দুর্দান্ত জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করেছে চেলসি। গতকাল সোমবার আটলান্টায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

চেলসির হয়ে অভিষেক ম্যাচেই অ্যাসিস্ট করেন লিয়াম ডেলাপ। আর পেদ্রো নেতো ও এনজো ফার্নান্দেজ গোল করে গ্রুপ ডি-তে নিজেদের প্রথম ম্যাচে দলকে ২-০ ব্যবধানে জয় উপহার দেন।

চেলসি প্রথম গোল করে ৩৪ মিনিটে। নিকোলাস জ্যাকসনের নিখুঁত ডাউনফিল্ড পাস পেয়ে নেতো প্রতিপক্ষ ডিফেন্ডার রায়ান হোলিংশেডকে কাটিয়ে গোলরক্ষক হুগো লরিসকে পরাস্ত করেন।

প্রথমার্ধে দুটি হলুদ কার্ড দেখে চেলসি। যে কারণে দ্বিতীয়ার্ধে তাদেরকে বেশ সাবধানে খেলতে হয়। তবে আক্রমণ থেকে পিছু হটেনি ব্লুজরা।

চেলসির দ্বিতীয় ও জয়সূচক গোলটি আসে ৭৯ মিনিটে। ইপসউইচ টাউন থেকে আসা নতুন চেলসি তারকা ডেলাপ দুর্দান্ত ক্রস দেন, যেটি আর্জেন্টিনা তারকা ফার্নান্দেজ কয়েক গজ দূর থেকে বাম পায়ের শটে জালে পাঠান।

চেলসি গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচ শুক্রবার ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ফিলাডেলফিয়ায়।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।