মিয়ামির পাঁচ ম্যাচের জয়রথ থামলো সিনসিনাটির কাছে ৩ গোল খেয়ে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০০ এএম, ১৭ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ফুটবলের (এমএলএস) নিয়মিত মৌসুমে টানা পাঁচ ম্যাচ জিতেছিল ইন্টার মিয়ামি। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে তাদের সেই জয়রথ থেমেছে। এফসি সিনসিনাটির কাছে ৩-০ গোলে হেরেছে লিওনেল মেসিদের দল।

সর্বশেষ ১১ দিনে ৪টি ম্যাচ খেলেছে মিয়ামি। যে কারণে খেলোয়াড়দের মধ্যে দুর্বলতা কাজ করছিল। দলের প্রায় সবাই ছিলেন ক্লান্ত। মিয়ামির আক্রমণভাগের দুর্বলতা এবং সিনসিনাটির দুর্দান্ত রক্ষণ শেষ পর্যন্ত মেসিদের হারের কবলে ফেলে দেয়। এটি ছিল ১৮ মে’র পর মিয়ামির প্রথম নিয়মিত মৌসুমে হার।

ঘরের মাঠে ১৬ মিনিটে সিনসিনাটি স্ট্রাইকার জেরার্ডো ভ্যালেনজুয়েলা ম্যাচের প্রথম গোল করেন। বক্সের বাম পাশ থেকে নেওয়া তার বাম পায়ের শটটি নিচের ডান কোণে গিয়ে পড়ে এবং দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেয়। এটি ছিল ভ্যালেনজুয়েলার মৌসুমের চতুর্থ গোল।

প্রথমার্ধে সিনসিনাটি মোট ৭টি শট নেয়, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। পুরো ম্যাচে তারা ১১টি শট নেয়, যার ৬টি ছিল অন টার্গেট।

সিনসিনাটির রক্ষণভাগ প্রথমার্ধজুড়ে সুপারস্টার লিওনেল মেসি ও মিয়ামির আক্রমণভাগকে নিয়ন্ত্রণে রাখে। সফরকারীদের প্রতিটি সুযোগ সিনসিনাটির রক্ষণভাগ প্রতিহত করে।

প্রথমার্ধের শেষ দিকে মেসি দুটি শট নেন, তবে কোনোটিই সফল হয়নি। প্রথমটি ব্লক করেন সিনসিনাটির ডিফেন্ডার লুকাস এঙ্গেল এবং দ্বিতীয়টি সেভ করেন গোলরক্ষক রোমান সেলেন্তানো।

সেলেন্তানো ম্যাচে দুটি সেভ করেন এবং এটি ছিল তার সপ্তম ক্লিন শিট। অপরদিকে মিয়ামির দুই গোলরক্ষক অস্কার উস্তারি ও রকো রিয়োস নোভো মিলিয়ে চারটি সেভ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে (৫০ মিনিটে) বক্সের মাঝখান থেকে বাম পায়ের শটে সিনসিনাটির লিড দ্বিগুণ করেন মিডফিল্ডার ইভান্দার। সিনসিনাটির হয়ে একটানা পাঁচ ম্যাচে গোল করে নতুন রেকর্ড গড়েন তিনি।

এই অর্ধেই (৭০ মিনিটে) দ্বিতীয় গোলটি করেন ইভান্দার। জোড়া গোলের ফলে এমএলএস নিয়মিত মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৫ তে। শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই মাঠ ছাড়তে হয় মিয়ামিকে।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।